সারা দেশের ন্যায় ‘জল আছে যেখানে,মাছ চাষ সেখানে’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় গত ২০ জুলাই পালিত হয় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬। এ উপলক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির উদ্যেগে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিকেলে মৎস্য সপ্তাহ উদ্ভোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. নাজমুল আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ বলেন,দেশের অর্থসামাজিক উন্নয়নে মৎস্যখাত সম্ভবনাময় খাত। মৎস্য গবেষণার সাফল্যের ফলে আজ দেশীয় প্রজাতীর অনেক মাছ আমরা আবার ফিরে পাচ্ছি। রূপকল্প ২০২১ বাস্তবায়নে মৎস্যখাতকে আরও এগিয়ে নেয়ার পরিকল্পনাকে সামনে নিয়ে এ সেক্টর কাজ করে যাচ্ছে। সরকার মৎস্যখাত উন্নয়নে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে।সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন কার্যলয়ের উপ পরিচালক কৃষিবিদ প্রফুল্ল কুমার সরকার, খুলনা বিএফএফই এর পরিচালক মোঃ হুমায়ুন কবীর এবং খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য করেন, ভারপ্রাপ্ত জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অমল কান্তি রায়। অন্যান্যদের মধ্যে খুলনা ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন,জাতীয় মৎস্যজীবী সমিতি,মৎস্য চাষি সমিতি,চিংড়ি চাষি সমিতি এবং চিংড়ি হ্যাচারী মালিক সমিতির প্রতিনিধিগণ বক্তৃতা করেন।
এর আগে বিভাগীয় কমিশনার খুলনার শহীদ হাদিস পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং তাঁর নেতৃত্বে হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।