‘জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ’ প্রতিপাদ্য নিয়ে খুলনার শিব বাড়ী মোড়স্থ জিয়া হল প্রাঙ্গণে গত ২৪ জুলাই শুরু হয়েছে ১৫ দিন ব্যাপী খুলনা বিভাগীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা-২০১৬। জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় সুন্দরবন পশ্চিম বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্ভোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নিত্যরঞ্জন বিশ্বাস, জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনার রশিদ, বন সংরক্ষক জহিরউদ্দিন আহমেদ, সুন্দরবন গার্ড রেজিমেন্টের কমান্ডার লেঃকর্নেল সালাউদ্দিন, পরিবেশ অধিদপ্তরের পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক কৃষিবিদ মো. আব্দুল লতিফ ও খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। খুলনা জেলা প্রশাসক মো. নাজমুল আহসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন,গাছ আমাদের অকৃত্রিম বন্ধু,পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপনের কোন বিকল্প নেই। বৃক্ষ নিধনের থেকে বৃক্ষ রোপনের প্রতি আমাদের অধিক যত্নবান হতে হবে। ব্যাক্তি পর্যায় থেকে সকল সরকারি-বে সরকারি প্রাতিষ্ঠানিক পর্যায়ে গাছ লাগিয়ে আমাদের এ প্রিয় ধরিত্রীকে রক্ষায় বনজ গাছের পাশাপাশি মানুষের পুষ্টির প্রতি জনসচেতনতা সৃষ্টি ও ফলজ গাছ রোপনের প্রতি অধিক যত্নবান হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সাঈদ আলী।অন্যান্যদের মধ্যে প্রকল্প পরিচালক(বাঘ) মলয় কুমার সরকার, ইউএসএআইডি’র সিআরইএল-এর প্রতিনিধি শেখ জিয়াউল হক,জিআইজেড এর প্রোজেক্ট ডিরেক্টর মো. মিজানুর রহমান ও নার্সারী মালিক সমিতির সভাপতি এস এম বদরুল আলম বক্তৃতা করেন। মেলায কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ষ্টলে বৃক্ষ রোপনের উপর প্রযুক্তি প্রদর্শন আগত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। এছাড়া সুন্দরবন পশ্চিম বন বিভাগের ষ্টল সহ খুলনা ও আশেপাশের মোট ৫০টি নার্সারী এবারের মেলায় অংশগ্রহন করেছে।মেলায় দেশী বিদেশী ফুল,ফল,বনজ,ঔষধী ও শোভা বর্ধনকারী বিভিন্ন প্রজাতীর চারা,কলম প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রয়েছে। মেলা চলবে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। উদ্ভোধনী অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক গণ মাধ্যম প্রতিনিধি অংশগ্রহণ করেন। এর আগে জেলা পশাসকের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী পাওয়ার হাউজ মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শিববাড়ি মোড়ে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।