Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd August ২০১৬

রংপুরে মৎস্য সপ্তাহ ২০১৬ পালন


প্রকাশন তারিখ : 2016-07-20

জল আছে যেখানে মাছ চাষ সেখানে’ এই শ্লোগান সামনে রেখে ১৯-২৫ জুলাই ২০১৬ পর্যন্ত রংপুরে মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত হয়। মৎস্য অধিদপ্তর রংপুরের আয়োজনে ২০ জুলাই বিভাগীয় কার্যালয় প্রাঙ্গনে রঙ্গিন বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্ভোধন করেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর রংপুর বিভাগের বিভাগীয় উপপরিচালক মো. রকিব উদ্দীন বিশ্বাস, রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, রংপুর জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমান প্রমুখ । মৎস্য সপ্তাহের উদ্ভোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে টাউন হলে গিয়ে শেষ হয়। টাউন হলে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাশক ড.এটিম মাহাবুব উল করীমের সভাপত্বিতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের মৎস্য উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মোতাহার হোসন মন্ডল মওলা ও দপ্তর বিয়ক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল। স্বাগত বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা ড. জিল্লুর রহমান বলেন আমাদের দেশ বর্তমানে মাছ উৎপাদনে বিশ্বের ৪র্থ স্থানে। এছাড়া তিনি রংপুরে মৎস্য চাষের বিভিন্ন  সফলতার দিক তুলে ধরেন। মৎস্য চাষিদের মধ্য থেকে কয়েক জন সফল মাছ চাষি তাদের মাছ চাষের সুবিধা অসুবিধা কথা তুলে ধরে। প্রধান অতিথি বিভাগীয় কমিশানার কাজী হাসান আহমেদ বলেন আমরা মাছে ভাতে বাঙ্গালী। আমরা মাছ খেতে পছন্দ করি। অন্যান্য বক্তরা বলেন এক সমীক্ষায় দেখা গেছে আমরা এখন জনপ্রতি বছরে গড়ে ১৮ কেজি করে মাছ খাচ্ছি। যা অনেক উন্নত দেশের মানুষেরাও খেতে পারে না তা আমরা পারছি। মাছ এমন একটি খাবার যে খাবারে ক্ষতিকারক কোন দিক নেই। আপর দিকে মাছের পরিবর্তে মাংস বেশি খেলে স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়। এজন্য উপস্থিত সকলে বেশি বেশি মাছ উৎপাদন এবং মৎস্য আইন মেনে মাছ উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করার আশাবাদ ব্যক্ত করেন।