কৃষি বান্ধব বর্তমান সরকার ও কৃষি বিভাগের প্রচেষ্টার কারনেই দেশ আজ খাদ্য ঘাটতি মোকাবিলা করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিদেশে রপ্তানিসহ বিভিন্ন দেশে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব এডভোকেট মো. আবু জাহির এমপি। গত ১৬ জুলাই, ২০১৬ খ্রি. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত “কৃষি প্রযুক্তি মেলা-২০১৬” এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরোও বলেন, কৃষি নির্ভর দেশের মূল ক্রীড়নক কৃষকদের জন্যই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নানান বাস্তবমুখী কর্মসূচি, পরিকল্পনা, পলিসি এসব গ্রহণ করেছেন। এসব কর্মসূচী, পরিকল্পনা, পলিসি কৃষি বিভাগের মাধ্যমে যথাযথ বাস্তবায়নের ফলে আন্তর্জাতিক পর্যায় হতে দেশ আজ পুরস্কৃত হচ্ছে। দেশের আবাদি জমির পাশাপাশি অনাবাদি জমি চাষে উদ্যোগী করতে সরকার কৃষকদের আধুনিক যন্ত্রপাতি, সার ও অন্যান্য কৃষি উপকরণে বিশেষ ভর্তুকির উদ্যোগ গ্রহণ করেছে। সাংসদ মহোদয় সিলেট অঞ্চলের পতিত জমি চাষের আওতায় আনার উদ্যোগকে প্রশংসা করেন। তিনি হবিগঞ্জের কৃষি জমির নিবিড়তা বৃদ্ধির জন্য কৃষি বিভাগের পাশাপাশি কৃষক সহ সকলের প্রতি আহ্বান জানান।
সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প এবং সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলার উদ্যোগে কোর্ট অফিসস্থ নিমতলা প্রাঙ্গনে কৃষি প্রযুক্তি মেলা-২০১৬ অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে আধুনিক কৃষি যন্ত্রপাতি ও বিভিন্ন কৃষি প্রযুক্তির প্রদর্শনী ও কৃষক কৃষাণী, সরকারি কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মেলা প্রাঙ্গনে বিরাজ করে ডিজিটাল বাংলাদেশের প্রতিচ্ছবির এক আনন্দঘন উৎসব। উপপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ জনাব বশির আহম্মদ সরকার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সকাল ১১.০০ টার দিকে সার্কিট হাউস থেকে র্যালী শুরু হয়ে নিমতলায় এসে শেষ হয়। শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন কৃষিবিদ জনাব মজুমদার মো. ইলিয়াছ, অতিরিক্ত উপপরিচালক (শস্য), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হবিগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে জনাব শফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বক্তব্য প্রদান করেন। সভাপতি মহোদয় উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী বক্তৃতা উপস্থাপন করেন।
সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আয়োজিত " কৃষি প্রযুক্তি মেলা/২০১৬ " চলবে ১৬/০৭/২০১৬খ্রি. হতে ২০/০৭/২০১৬ পর্যন্ত এবং সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় " কৃষি প্রযুক্তি মেলা/২০১৬ চলবে ২১/০৭/২০১৬খ্রি. হতে ২৫/০৭/২০১৬ খ্রি. পর্যন্ত। মেলার স্টলগুলো পরিদর্শন করার জন্য সকলই আমন্ত্রিত।