Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ জুলাই ২০১৬

বৎসরের সারা মাস আম, জাম, লিচু খাওয়া যাবে আমাদের বিজ্ঞানীদের সেই প্রযুক্তি উদ্ভাবন করতে হবে


প্রকাশন তারিখ : 2016-06-26

“পাবনা জেলার চাটমোহর, ভাঙ্গুঁড়া ও ফরিদপুর উপজেলার ফসল উৎপাদন বৃদ্ধিকল্পে আধুনিক কলাকৌশল হস্তান্তর” শীর্ষক কর্মসূচীর আওতায় চাটমোহর উপজেলা পরিষদ হলরুমে গত ২৫ জুন তারিখে অনুষ্টিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মো. মকবুল হোসেন এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে এখন পর্যাপ্ত পরিমানে আম, জাম, কাঠাল, লিচু কলা উৎপন্ন হচ্ছে, এগুলো যাতে সব মৌসুমেই আমরা খেতে পারি তার প্রযুক্তি উদ্ভাবনের জন্য বিজ্ঞানীদের এগিয়ে আসতে হবে, তাহলেই আমাদের পরবর্তী প্রজন্ম সুঠাম স্বাস্থ্যের অধিকারী হবে এবং পুষ্টি সমৃদ্ধ একটি জাতি হিসেবে বেড়ে উঠবে। ইতোমধ্যেই আমরা ক্ষুধা মুক্ত জাতি হিসেবে বিশ্বের কাছে পরিচিতি পেয়েছি। আমাদের ভবিষৎ প্রজন্মকে বিজ্ঞান ভিত্তিক শিক্ষার ওপর জোর দিয়ে আমরা নিরাপদ খাদ্য সহ পুষ্টি সমৃদ্ধ খাদ্য, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষাসহ ক্ষুধা-দারিদ্রমুক্ত একটি জাতি হিসেবে বিশ্বের কাছে মাথা উচু করে দাঁড়াতে পারবো। তিনি কৃষির উন্নয়নের জন্য ভূ-গর্ভস্থ পানির ব্যবস্থার কমিয়ে ভূ- উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে খাল খনন, ক্যানেল  তৈরি সহ নদীর নব্যতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। এদিকে উপস্থিত সকল কৃষককে আবাদের আধুনিক কলা কৌশল গ্রহনের জন্য নিকটস্থ কৃষি অফিস এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের কারিগরি সহায়তা নিয়ে অধিক ফলনের জন্য মাঠে ময়দানে নিবেদিত হয়ে কাজ করতে উদাত্ত আহ্বান জানান।

ঢাকাস্থ  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইং এর পরিচালক কৃষিবিদ এস.এম. আবু জার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ঢাকাস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক কৃষিবিদ চৈতন্য কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন ও আই.সি.টি উইং এর পরিচালক প্রতীপ কুমার মন্ডল, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিরুল ইসলাম, বগুড়া অঞ্চলের অতিঃ পরিচালক কৃষিবিদ মো. হযরত আলী, চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা, চাটমোহর উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হিরা এবং ফরিদপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান। সেমিনারে প্রযুক্তি হস্তান্তরের মূল প্রবন্ধ, লক্ষ্য উদ্দেশ্য এবং বাস্তবায়নের দিক সমূহ মাল্টিমিডিয়ায় উপস্থাপন করেন কর্মসূচীর পরিচালক এবং পাবনাস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপ পরিচালক কৃষিবিদ বিভূতি ভূষন সরকার।

অন্যদের  মধ্যে অনুষ্ঠানে কৃষক প্রতিনিধি চাটমোহরের নূরুল ইসলাম, ফরিদপুরের  শাহাদৎ হোসেন এবং ভাঙ্গুঁড়ার  মাসুদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। পরে ঢাকাস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালকত্রয়, বগুড়া অঞ্চলের অতিঃ পরিচালক ও পাবনাস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সহ সকল কর্মকর্তাবৃন্দ পাবনা সদর উপজেলার কয়েকটি সবজি আবাদের ক্ষেত ও আউশ আবাদ সরেজমিনে পরিদর্শন করেন।