Wellcome to National Portal
  • 2025-03-12-16-25-15c95fd3ae0d740427f19c779208b30b
  • 2025-03-12-16-16-b41688fcb8ac3df55c13eb5c82b62083
  • 2025-01-05-17-19-232bbb16275acb0da535d705c9b6f6d8
  • 2024-12-15-10-13-de23faa6fead7deef93b5973ae193323
  • 2023-12-28-06-44-fad1b3dffb04c90c1f14863ef06978d5
  • ICT Ebook
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জুলাই ২০১৬

চট্টগ্রামে অনুষ্ঠিত হল পূর্বাঞ্চলীয় সম্বন্বিত কৃষি উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্প এর আঞ্চলিক কর্মশালা


প্রকাশন তারিখ : 2016-06-07

IMG_20160606_134426

চট্টগ্রামের আগ্রাবাদস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার প্রশিক্ষণ হলরুমে পূর্বাঞ্চলীয় সম্বন্বিত কৃষি উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্প এর ২০১৫-২০১৬ অর্থ বছরের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ বছির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ চৈতন্য কুমার দাস, পরিচালক, সরেজমিন উইং. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ড. রফিকুল আলম খান।  কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপÍরের চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর জেলার জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ছাড়াও বীজ প্রত্যয়ন এজেন্সী, বিএডিসি, ব্রি, বারি, এআইএস এর কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন। প্রধান অতিথি কৃষিবিদ চৈতন্য কুমার দাস তাঁর বক্তব্যে বলেন, প্রকল্প সমাপ্তিতে উপস্থাপিত কর্মকান্ড সমূহের প্রভাব যেন কৃষক পর্যায়ে স্থায়ী রূপ লাভ তার জন্য সকলকে সচেষ্ট হতে হবে। বর্তমান সরকারের সফলতা তুলে ধরার পাশাপাশি খাদ্য নিরাপত্তার চলমান ধারাকে আরও টেকসই করার জন্য সকলকে এক সাথে কাজ করে যেতে হবে। সদর দপ্তর হতে প্রদত্ত বিভিন্ন দিক নির্দেশনা বাস্তবায়ন আরও বেগবান করার জন্য সকল পর্যায়ের মনিটরিং কর্মকর্তাগনকে আরও উদ্যোগী হতে তিনি আহবান জানান।
 
চিত্র: কর্মশালায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি কৃষিবিদ চৈতন্য কুমার দাস, পরিচালক, সরেজমিন উইং, ডিএই।