Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জুলাই ২০২৫

জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষে শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাৎ বার্ষিকী পালন


প্রকাশন তারিখ : 2025-07-16

 

১৬ জুলাই ২০২৫ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্রসৈনিক শহীদ আবু সাঈদের ১ম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় “জুলাই শহীদ দিবস ২০২৫” পালন উপলক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা জনাব মোঃ মকবুল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল, পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব সিদ্দিক জোবায়ের এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারবর্গ, ৭২ পদাতিক ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ন কাউয়ুম চৌধুরি, রংপুরের পুলিশ কমিশার ও জেলা প্রশাসক। বিশেষ অতিথির বক্তব্যে জনাব সৈয়দা রিজওয়ানা হাসান, মাননীয় উপদেষ্টা পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বলেন বৈষম্যহীন, গণতান্ত্রিক, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মাধ্যমে আমরা  আবু সাঈদসহ সকল জুলাই শহীদের  প্রকৃত সম্মান দেখাতে পারব। অন্য কোনওভাবে তা সম্ভব নয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল বলেন আমরা সকল জুলাই শহীদের বিচারকাজ আন্তর্জাতিক মান বজায় রেখে দ্রুততার সঙ্গে সম্পাদন করতে বিচার বিভাগকে সহযোগিতা করছি।

আলোচনা অনুষ্ঠানের পূর্বে দুই উপদেষ্টাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ আবু সাঈদ তোরণ ও মিউজিয়াম এবং আবু সাঈদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।