Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জুলাই ২০২৫

গবেষণা প্রতিষ্ঠানসমূহের বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশসমূহের চূড়ান্তকরণ কর্মশালা


প্রকাশন তারিখ : 2025-07-09

 

প্রেস রিলিজ
০৯.০৭.২০২৫
গবেষণা প্রতিষ্ঠানসমূহের বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশসমূহের চূড়ান্তকরণ কর্মশালা 

অদ্য ০৯.০৭.২০২৫ তারিখ রাজধানীর ফার্মগেটস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের কনফারেন্স রুমে জাতীয় কৃষি গবেষণা সিস্টেম এর 'ক' তফসিলভুক্ত প্রতিষ্ঠানসমূহের গবেষণার মান উন্নয়নের লক্ষ্যে গঠিত ইন্সটিটিউট বহির্ভূত বিশেষজ্ঞ প্যানেল এর সুপারিস চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের মাননীয় কৃষি সচিব ড এমদাদ উল্লাহ মিয়ান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিশেষজ্ঞ প্যানেলের অন্যতম দায়িত্ব হচ্ছে জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের ‘ক’ তফসিলভুক্ত গবেষণা প্রতিষ্ঠানসমূহের বিগত ০৫ বছরের গবেষণা কার্যক্রম ও অর্জনসমূহ মূল্যায়ন, মাঠ পর্যায়ে ব্যবহৃত প্রযুক্তিসমূহ এবং বিভিন্ন স্টেকহোল্ডার ও উপকারভোগী কর্তৃক ব্যবহার মাত্রা শনাক্তকরণ, গবেষণা কার্যক্রম পরিকল্পনা, পরিবীক্ষণ এবং কার্যক্রম বাস্তবায়নের জন্য গবেষণা প্রতিষ্ঠানসমূহকে কৌশল বাড়াতে হবে। কৃষিতে গবেষণা জোরদারকরণে বিজ্ঞানীদের আরো কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো: আবু জুবাইর হোসেন বাবলু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ড. মো: আব্দুস সালাম এবং গবেষণার ক্ষেত্রে পরিকল্পনা কার্যক্রম উপস্থাপন করেন বহির্ভূত বিশেষজ্ঞ প্যানেলের চেয়ারম্যান ও কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব জেড করিম। সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম। অনুষ্ঠানে কৃষি মন্ত্রনালয়ের দপ্তর সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।