বিনা উপকেন্দ্র, রংপুর-এর তত্ত্বাবধানে এবং বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প-এর অর্থায়নে “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই আয়োজনে তাজহাট উচ্চ বিদ্যালয় এবং তাজহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর শিক্ষার্থীদের মাঝে বিনালেবু-১, বিনাছফেদা-১ এবং লিচুর চারা বিতরণ করা হয়। এর উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং ফলজ বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা উপকেন্দ্র, রংপুর-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আলী।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ফলজ বৃক্ষের উপকারিতা ও দেশের কৃষিতে প্রযুক্তির ব্যবহার নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দ, সকল শিক্ষকবৃন্দ, বিনা উপকেন্দ্র, রংপুর-এর বিভিন্ন স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।