
প্রেস রিলিজ
১৪.০৭.২০২৫
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহাপরিচালক মোঃ ছাইফুল আলম এর সভাপতিত্বে Use of Drone and Satellite Image For crop monitoring and crop Damage Assessment: Study Result and Capacity Building in Climate Smart Agriculture in Bangladesh এর উপর কর্মশালা আজ রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং এর উপ-পরিচালক ড. মোছাঃ ফরিদা পারভীন ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের সচিব ডঃ মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
বিশেষ অতিথি হিবেবে উপস্থিত ছিলেন ADB এর Country Mr. Hoe Yun Jeong, কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ মাহমুদুর রহমান।
ADB এর Principle Agriculture and Natural Resource Specialist Mr. Shingo kimura , Takashi Yamano .
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন জিআইএস, জিপিএস, স্যাটেলাইট রিমোট সেন্সিং এবং ড্রোন ইমেজের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফসল পর্যবেক্ষণ, ব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য কৃষকদের মূল্যবান তথ্য সরবরাহের মাধ্যমে ক্ষতি কমিয়ে ফসলের অপচয় হ্রাস করে ফলন বৃদ্ধিতে সহায়তা করা হচ্ছে।
কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা ও আন্তজাতিক সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।