Wellcome to National Portal
  • 2025-03-12-16-25-15c95fd3ae0d740427f19c779208b30b
  • 2025-03-12-16-16-b41688fcb8ac3df55c13eb5c82b62083
  • 2025-01-05-17-19-232bbb16275acb0da535d705c9b6f6d8
  • 2024-12-15-10-13-de23faa6fead7deef93b5973ae193323
  • 2023-12-28-06-44-fad1b3dffb04c90c1f14863ef06978d5
  • ICT Ebook
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ সেপ্টেম্বর ২০১৬

হাটহাজারীতে বাড়ছে ড্রাগন ফ্রুটের আবাদ


প্রকাশন তারিখ : 2016-09-18

14203360_1530798676945733_9162361098854261286_n

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতাধীন প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় সম্প্রসারিত হয়েছে ড্রাগন ফ্রুটের বাগান। উপজেলা কৃষি অফিস, হাটহাজারী এবং হাটহাজারী হর্টিকালচার সেন্টারের সরাসরি তত্ত্বাবধানে ইতিমধ্যেই উপজেলার মীর্জাপুর, লাঙ্গলমারা, দক্ষিণ পাহাড়তলী ও আলমপুরে আটটি ড্রাগন ফ্রুটের বাগান স্থাপন করা হয়েছে। ২০১৪ সনের শেষের দিক থেকে স্থাপন করে আসা এসব বাগানে বর্তমানে ১২০০ এর অধিক ড্রাগন ফ্রুটের চারা , সহায়ক পিলার সহ রোপন করা হয়েছে। ড্রাগন ফ্রুটের প্রতিটি পূর্ন বয়স্ক গাছ বছরে সাত মাস পর্যন্ত ফল দিলে থাকে। ইতিমধ্যেই কয়েকটি বাগান থেকে উৎপাদিত ফল বাণিজ্যিক ভিত্তিতে বিক্রয় করা শুরু হয়েছে। পাইকারী হারে এক কেজি ফলের মূল্য গড়ে ৩০০-৩৫০ টাকা। ড্রাগন ফল উৎপাদন ও বিপনন পর্যায়ে কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার হয় না। চট্টগ্রাম শহরের বড় বড় সুপার শপগুলোতে এ ফল বিক্রয় হচ্ছে এবং সুস্বাদু এ ফলের প্রতি ভোক্তাদের সাড়া যথেষ্ট ইতিবাচক। ড্রাগন ফল ভিটামিন সি, মিনারেল ও উচ্চ ফাইবার সমৃদ্ধ । ডায়াবেটিকে আক্রান্ত রোগীদের রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রনে এ ফল বিশেষ উপকারী। তৈরীকৃত জুস অত্যন্ত আকর্ষনীয়। আশা করা যায় ভোক্তা পর্যায়ে এ ফলের চাহিদা বৃদ্ধির সাথে সাথে চট্টগ্রামের অন্যান্য উপজেলাতেও হাটহাজারীর ন্যায় ড্রাগন ফ্রুটের আবাদ ছড়িয়ে পড়বে।