কৃষি ও কৃষকের উন্নয়ন, ইলেক্ট্রনিক ও গণযোগাযোগ মাধ্যম (টিভি, রেডিও, কিওষ্ক, ওয়েব), মুদ্রন সামগ্রী (কৃষি কথা, লিফলেট, পোষ্টার, কৃষি তথ্য যোগাযোগ কেন্দ্রসহ সকল কৃষি তথ্য সেবা কৃষকের দ্বারপ্রান্তে সহজভাবে পৌঁছে দেয়ার লক্ষ্যে, কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্প, খামারবাড়ি, ঢাকা এর আর্থিক সহযোগীতায়, কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা এর আয়োজনে ০৩/১২/২০২০ থেকে ০৪/১২/২০২০ তারিখ পর্যন্ত দুই দিনব্যাপী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), কুমিল্লা এর হল রুমে উপসহকারী কৃষি কর্মকর্তা ও অন্যান্য স্টাফদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কৃষিতে তথ্য প্রযুক্তিকে বাস্তবায়ন করা প্রশিক্ষণের উদ্দেশ্য।
প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কৃষিবিদ মনোজিত কুমার মল্লিক, অতিরিক্ত পরিচালক, ডিএই, কুমিল্লা অঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কৃষিবিদ আবুল কালাম আজাদ ভ‚ইয়া, উপরিচালক, অতিরিক্ত পরিচালকের কার্যালয়। সভাপতিত্ব করেন - কৃষিবিদ মো. মুশিউল ইসলাম, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার, কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা। প্রশিক্ষক হিসেবে ‘‘কৃষি প্রযুক্তি ভান্ডার’’ সম্পর্কে আলোচনা করেন-ড. মো. উবায়দুল্লাহ কায়ছার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিএআরআই, কুমিল্লা; ‘‘ রাইস নলেজ ব্যাংক’’ সম্পর্কে আলোচনা করেন- ড. মো. আমিনুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ব্রি, কুমিল্লা; জুম এফ ও অন্যান্য প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন- কৃষিবিদ মো. মাইন উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি অফিসার, মুরাদনগর, কুমিল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন- মো. মহসিন মিজি, উপসহকারী কৃষি অফিসার সংযুক্ত: কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।