Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ জুন ২০১৫

কমিউনিটি রেডিও

কৃষি রেডিও এফএম ৯৮.৮ কৃষি মন্ত্রণালয়াধীন একমাত্র সরকারি কমিউনিটি রেডিও। কৃষি তথ্য সার্ভিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালনা ও ব্যবস্থাপনায় ৩২ মিটার উচুঁ গর্বের এন্টিনা মাথা উচুঁ করে দাড়িঁয়ে আছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সাগরকন্যা বরগুনার আমতলীতে।

এফএও’র আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত এ রেডিওটি ২০১২ সনের জানুয়ারি মাসের ০১ তারিখ থেকে সম্প্রচার শুরু করে। বর্তমানে প্রতিদিন ৮ঘন্টা করে কমিউনিটির শ্রোতাদের চাহিদা অনুযায়ী ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ঘন্টা, বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৮ঘন্টা। কৃষি রেডিও থেকে মোট ২৫টির মত অনুষ্ঠান বিভিন্ন আঙ্গিকে সম্প্রচারিত হয়।এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়াদি হলো কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, বন, পরিবেশ, শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্য, গ্রামীণ বিনোদন, তথ্য প্রযুক্তি, স্থানীয় সংবাদ, নারী ও শিশু, গ্রামীণ উন্নয়ন, পরিবর্তিত জলবায়ু, প্রাকৃতিক দুর্যোগ।

মূলত কমিউনিটির জনগণ অনুষ্ঠান পরিকল্পনা, নির্মান এবং সম্প্রচারে সম্পৃক্ত থেকে কৃষি রেডিওর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কৃষি রেডিওর শ্রোতাক্লাবের সংখ্যা ২৫টির মতো। সর্বশেষ জরীপ অনুযায়ী কৃষি রেডিওর শ্রোতার সংখ্যা ৭৫হাজারের কম নয়। বরগুনা জেলার আমতলী, তালতলী, বরগুনা সদর, পাথরঘাটা, বেতাগী, বামনা এবং পটুয়াখালী সদর, গলাচিপা, কলাপাড়া, মির্জাগঞ্জ, রাঙ্গাবালি, দশমিনার শ্রোতারা কৃষি রেডিওর বিভিন্ন অনুষ্ঠান শুনছেন। আমার রেডিও আমার কথা বলে এ শ্লোগানকে বুকে ধারণ করে কৃষি রেডিও এগিয়ে যাচ্ছে আগামী সুন্দর সফলতা ও কাঙ্ক্ষিত সমৃদ্ধির পানে।