কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল, মসলা ও বীজ উৎপাদন সংরক্ষন ও বিতরন প্রকল্পের আয়োজনে ০৫ নভেম্বর ২০২০ ইং তারিখে অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী এক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক, মজুমদার মো.ইলিয়াস এর সভাপতিত্বে কর্মশালার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মো. খায়রুল আলম প্রিন্স
কর্মশালাটি দুটি সেশনে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রকল্পের চলমান কার্যক্রম উপস্থাপনের পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনার উপর বিস্তারিত আলোচনা করেন মূল প্রবন্ধ উপস্থাপক কৃষিবিদ জনাব, ড. এফ এম মাহবুবুর রহমান, উপ প্রকল্প পরিচালক। এছাড়াও সিলেট অঞ্চলের দুটি জেলা সিলেট এবং মৌলভীবাজার জেলার ও প্রকল্পের কার্যক্রম পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরা হয়।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্য প্রকল্প পরিচালক বলেন, এই প্রকল্প বীজ উৎপাদন প্রকল্প। তাই বীজ উৎপাদন করতে গিয়ে যে সমস্যাগুলো আসবে সেগুলি চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা করতে হবে। বীজ উৎপাদনে অবশ্যই বীজের স্ট্যার্ডাড অনুযায়ী মানসম্মত বীজ উৎপাদন করতে হবে। সেই সাথে প্রয়োজন উত্তম উপায়ে প্যাকেট জাত আর এ জন্য দরকার সঠিক তদারকি নিশ্চিতকরন। তিনি আরও বলেন এই প্রকল্পের মূর্খ্য উদ্দেশ্য হল বীজের আমদানী নির্ভরতা কমানো। বীজ সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানগুলি মাত্র ১-২% বীজ সরবরাহ করে থাকে বাকি ৯৮% বীজ কৃষক পর্যায়ে উৎপাদিত হয়ে থাকে। তাই এই প্রকল্পের মাধ্যমে কৃষক পর্যায়ে যাতে কমপক্ষে ২০-২৫ ভাগ মানসম্পন্ন বীজ উৎপাদন করা যায়। সেটাই এই প্রকল্পের মূর্খ্য উদ্দেশ্য।
দিনব্যাপী এই কর্মশালার সিলেট অঞ্চলের চার জেলার উপপরিচালক মহোদয়েগন ও কৃষি প্রশিক্ষন ইসস্টিটিউটের উপাধাক্ষ্য কৃষিবিদ জনাব দিলীপ কুমার অধিকারী উপস্থিত ছিলেন। এছাড়াও সিলেট অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সকল প্রতিষ্ঠানের দপ্তর প্রধানগন,উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, এসএমই কৃষক, সাংবাদিক ও এআইএস সিলেট অঞ্চলের প্রতিনিধি ও উপস্থিত ছিলেন।