Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st ডিসেম্বর ২০২০

বরিশালের গৌরনদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ


প্রকাশন তারিখ : 2020-12-08



বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে ৩ ডিসেম্বর কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মনিরুন নাহার মেরি। তিনি বলেন, কৃষির অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। বিনামূল্যে কৃষকদের সার-বীজ বিতরণ এর অংশ বিশেষ। কৃষি অফিসের পরামর্শে ফসল উৎপাদনের জন্য তিনি কৃষকদের আহবান জানান।

 

উপজেলা কৃষি অফিস আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মো. হারিছুর রহমান হারিছ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার সারমিন আক্তার প্রমুখ। 


উল্লেখ্য, চলতি অর্থবছরে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং রবি মৌসুমে বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামুল্যে বীজ ও সার সহায়তার জন্য কৃষি পুর্নবাসন কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। পাশাপাশি বোরো ধান, গম, ভু‚ট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালিন মুগ এবং পরবর্তী খরিফ-১ মৌসুমে গ্রীষ্মকালিন মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের বীজ-সার সহায়তা হিসেবে কৃষি প্রনোদনা কর্মসূচি প্রণয়ন করা হয়েছে । 


উপজেলা কৃষি অফিসার জানান, এ কর্মসূচি আওতায় উপজেলায় ২ হাজার ৩ শ’ ৯৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিকে বিনামুল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।