তারিখ: ২১ জানুয়ারি ২০২৫
কানাডা বাংলাদেশের পরীক্ষীত বন্ধু বলে মন্তব্য করেছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ তাঁর সচিবালয়স্থ অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং এর নেতৃত্বে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতকালে উপদেষ্টা এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, কানাডার সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক অর্ধশতাব্দীর ও বেশি। এ সম্পর্ক শুধু দেশের সাথে দেশের নয়, প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের ও জনগণের সাথে জনগণের নিবিড় সম্পর্ক। দেশের কৃষিসহ বিভিন্নখাতে বাংলাদেশ কানাডার আরও সহযোগিতা আশা করে বলে উপদেষ্টা প্রতিনিধিদলকে জানান।সাক্ষাৎকালে কৃষি, খাদ্য শস্য আমদানি , কৃষি যান্ত্রিকীকরন, কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার, কৃষিবিদদের উচ্চ শিক্ষা, খাদ্য নিরাপত্তা, রোহিঙ্গা, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আলোকপাত করা হয়।
বৈঠকের শুরুতে উপদেষ্টা প্রতিনিধিদলকে স্বাগত জানান।হাইকমিশনার বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে তার দেশ প্রয়োজনীয় সহযোগিতা করতে আগ্রহী জানিয়ে পটাশ সার রপ্তানি , ডেইরি ও পোল্ট্রি খাতের ভ্যাকসিন সরবরাহসহ বিবিধ বিষয় অবগত করলে উপদেষ্টা তাঁর প্রস্তাবকে স্বাগত জানান।
রোহিঙ্গা ও মায়ানমার প্রসঙ্গে হাইকমিশনার জানতে চাইলে উপদেষ্টা রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে থাকার জন্য কানাডাকে ধন্যবাদ জানান ও আরও বেশি সংখক রোহিঙ্গাকে তাঁর দেশে পুনর্বাসন করার আহ্বান জানান। আরাকান আর্মি মিয়ানমার সীমান্তের সকল চৌকি দখল নিয়ে আছে, এ অবস্থায় দু' দেশের আমদানি ও রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি সীমান্তে যাতে মাদক চোরাচালান না হয় সে বিষয়েও বিজিবি সতর্ক রয়েছে বলে উপদেষ্টা অবহিত করেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে ধীরে উন্নতি হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, পুলিশ, র্যাব,আনসার ও বিজিবির সদস্যদের কানাডায় পেশাগত প্রশিক্ষণ কিংবা দেশে এসেও আইনশৃঙ্খলা রক্ষা, মানবাধিকার বিবিধ পেশাগত প্রশিক্ষণ দিতে পারে।
বৈঠকে বাণিজ্যিক কাউন্সিল দেবরা বয়সি(Ms. Debra Boyce), কাউন্সিলর (রাজনৈতিক) মার্কাস দেবিস(Marcus Devies), উন্নয়ন কাউন্সিলর স্টিফেন উইভার( Stephen Weaver)সহ কৃষি মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত/-
মোহাম্মদ জাকির হোসেন
সিনিয়র তথ্য অফিসার