Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ এপ্রিল ২০১৬

যশোরে ইউ এস এ আই ডি’র ২ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2016-03-31

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  মহা পরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য যেমন আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রয়োজন তেমনিবাবে মানসম্পন্ন বীজ ও যন্ত্রপাতি ব্যবহার করা দরকার। মহা পরিচালক  গত ৩০ মার্চ  বিকেলে যশোরের টাউন হল ময়দানে ইউ এস এ আই ডি’র অর্থায়নে এগ্রো ইনপুটস রিটেইর্লাস নেটওয়ার্ক আয়োজিত ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় দুই দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ডি এ ই যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নিত্যরঞ্জন বিশ্বাস এর সভাপতিত্বে  অনুষ্ঠিত সমাপনীতে বিশেষ অতিথি ছিলেন ইউ এস এ আই ডি’র চিফ অব পার্টি এলেক্স এলিকক। মহা পরিচালক বলেন, কৃষি একটি জটিল ও ঝুঁকিপূর্ণ পেশা হলেও এর ব্যাপক সম্ভবনা রয়েছে। সরকারি ও বে সরকারি সংস্থার যৌথ উদ্যেগে কৃষি সেক্টরকে আরও এগিয়ে নিতে হবে। তিনি বলেন যুগোপযোগী এ মেলা আয়োজনে সারা দেশের উদ্যেক্তাদের সম্পৃক্ত করতে হবে। কৃষকদের জীবন যাত্রার মান উন্নয়নে এ মেলা গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। উন্নত বাংলাদেশ বিনির্মানে সরকারের ভিষন উল্লেখ করে মহা পরিচালক বলেন, কৃষিতে বে সরকারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার নানা পদক্ষেপ গ্রহন করেছেন। আমাদের আবাদি জমিতে  হেক্টর প্রতি উৎপাদন বাড়াতে পারলে ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ এবং ২০৪১ সালে আমরা উন্নত দেশে পরিনত হতে পারব। ২ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমপনী অনুষ্ঠানে যশোর অঞ্চলের সকল জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ  কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন। মেলায় সরকারি ও বে সরকারি প্রতিষ্ঠানের ৪৫ টি স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শিত হয় এবং অংশগ্রহন কারীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।