কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলাবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় এসএমই গ্রুপের মাঠদিবস ও রিভিউ ডিসকাশন ১৬ মে পটুয়াখালী সদরে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন।
উপপরিচালক হৃদয়েশ্বর দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক তাওফিকুল আলম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মার্জিন আরা মুক্তা, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুছ ছালাম, উপসহকারি কৃষি কর্মকর্তা ম. শেখ ফরিদ, আকলিমা আক্তার , গাজী আব্দুস সাত্তার প্রমুখ।
কৃষি অফিসার জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এক ইঞ্চি জমিও যাতে ফাঁকা না থাকে সে লক্ষেই আমাদের কার্যক্রম অব্যাহত আছে। তাইতো করোনা পরিস্থিতির মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে কৃষকের দোরগোড়ায় কৃষিসেবা পৌঁছে দিচ্ছি। আবহাওয়া অনুকূলে থাকলে আশা করি সবার খাদ্যনিরাপত্তা নিশ্চিত হবে ইনশা-আল্লাহ।