কৃষি সচিব মো. নাসিরুজ্জামান আজ (১১ জুলাই) ঝালকাঠি সদর হাসপাতাল পরিদর্শন করেন।তিনি কর্তব্যরত ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার।তাই এ সেবা থেকে কেউ যেন বঞ্চিত না হয়। ‘করোনার পাশাপাশি অন্য রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। মাক্স পরিহিত নন এমন কাউকে হাসপাতালে প্রবেশ করতে দেওয়া যাবে না। প্রয়োজনে এ উপকরণ সরকারিভাবে সরবরাহের ব্যবস্থা করতে হবে।স্বাস্থ্যবিধি সম্পর্কে রোগী এবং তাদের আত্মীয়-স্বজনকে আরো সচেতন করা দরকার।
এসময় তাঁর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা সিভিল সার্জন ডা. মো. আবু আল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রিফাত আহমেদ, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জাফর আলী দেওয়ান।
এর আগে তিনি সার্কিট হাউজে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের(ডিএই)বরিশাল অঞ্চল ও ঝালকাঠির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বৈঠকে মিলিত হন।