Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ফেব্রুয়ারি ২০১৬

রাঙ্গামাটিতে স্ট্রবেরি উৎপাদন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2016-02-11

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে “রাঙ্গামাটি পার্বত্য জেলায় স্ট্রবেরি চাষ সম্প্রসারণ পাইলট প্রকল্প’র আওতায় একদিনের কৃষক/কৃষাণী প্রশিক্ষণ ১১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রমনী কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ এ কে এম হারুন-অর-রশিদ। প্রশিক্ষণের সমাপনী পর্বে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ কৃষ্ণ প্রসাদ মল্লিক। প্রশিক্ষণে প্রদর্শনীভূক্ত ৪ জন কৃষকসহ সর্বমোট ২৫ জন কৃষক/কৃষাণী অংশগ্রহন করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, চলতি বছর রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে তিনটি উপজেলায় (রাঙ্গামাটি সদর, কাপ্তাই ও কাউখালী) ৪টি স্ট্রবেরি প্রদর্শনী স্থাপন করা হয়েছে। এ সমস্ত প্রদর্শনী যদি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় তবে আগামীতে এখানে আরও প্রদর্শনী কার্যক্রম গ্রহন করা হবে। এভাবে পাহাড়ী জমিতে উচ্চমূল্য ও অধিকপুষ্টি সম্পন্ন ফল চাষ করে পুষ্টি চাহিদা পূরণ করার পাশাপাশি আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন করাও এ প্রকল্পের উদ্দেশ্য তিনি জানান। প্রদর্শনী চাষীরা যাতে যতœবান হয়ে প্রদর্শনী স্থাপন, পরিচর্যাসহ সকল বিষয়ে সচেষ্ট থাকেন সে বিষয়ে সকলকে আন্তরিক থাকারও অনুরোধ করেন। ভবিষ্যতে উৎপন্ন স্ট্রবেরি বিক্রি বা প্রক্রিয়াজাতকরণেও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সহযোগিতা করবে বলেও তিনি জানান। অত্র প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলে আগামীতে প্রদর্শনী স্থাপন সুবিধা পাবেন বলে তিনি উল্লেখ করেন। প্রদর্শনীভূক্ত প্রশিক্ষণার্থীদের মাঝে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বিভিন্ন প্রদর্শনী উপকরণও বিতরণ করেন। প্রশিক্ষণে স্ট্রবেরি উৎপাদন বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অঞ্চল ও জেলা পর্যায়ের কর্মকর্তারা প্রশিক্ষণ প্রদান করেন।