Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ জানুয়ারি ২০২১

টমেটো ভিটামিন-সিসমৃদ্ধ উচ্চমূল্যের ফসল- পরিচালক (সরেজমিন উইং), ডিএই


প্রকাশন তারিখ : 2021-01-25

  



টমেটো ভিটামিন-সিসমৃদ্ধ উচ্চমূল্যের ফসল। এর মধ্যে আছে তিনটি আপেলের সমান পুষ্টিগুণ। তবে এর চাষাবাদে লাভজনক করতে আগাম রোপণের প্রয়োজন। সে সাথে দরকার হাইব্রিড বীজ ব্যবহার। পাশাপাশি আন্তঃপরিচর্যা এবং রোগপোকা দমন করতে হবে সময়মতো। ২১ জানুয়ারি ঝালকাঠির নলছিটি উপজেলার ভরতকাঠিতে টমেটোর ওপর এক কৃষক মাঠদিবসে প্রধান অতিথির বক্তৃতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) পরিচালক (সরেজমিন উইং) একেএম মনিরুল আলম এসব কথা বলেন। 


উপজেলা কৃষি অফিস এবং স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক মো. ফজলুল হক, পটুয়াখালীর উপপরিচালক হৃদয়েশ্বর দত্ত এবং বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, বরগুনা, মাদারিপুর ও শরিয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক  জাহিদুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি।


কৃষি সম্প্রসারণ অফিসার আলী আহম্মদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার  মো. জুনকার নাইন, জুনিয়র মনিটরিং অ্যান্ড রিপোর্টিং স্পেশালিস্ট মো. ওমর ফারুক প্রমুখ। 


অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অফিসার আবু জাফর মো. ইলিয়াস, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. কাজল হোসেন, কানিছ ফাতেমা, মো. জাহিদুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। মাঠদিবসে দেড় শতাধিক কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।