রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি ও পাওয়ার থ্রেসার বিতরণ অনুষ্ঠান গত শুক্রবার 20 নভেম্বর 2020খ্রি. তারিখে লালমনিরহাট জেলার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাটে ৩০টি গ্রুপে ৯৬ হাজার টাকা মূল্যের ধানমাড়াই (পাওয়ার থ্রেসার) মেশিন কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মো: মেসবাহুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্বল্প শ্রমিক ও কম খরচে কৃষকের উৎপাদিত ধান মাড়াইয়ের জন্য বিতরণকৃত একটি ধানমাড়াই মেশিন দিয়ে ঘন্টায় ১ একর জমির ধানমাড়াই করতে পারবে এই সুবিধাভোগী কৃষকরা।
বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো: আসাদুল্লাহ, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সস্টিটিউট এর মহাপরিচালক নাজিরুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর প্রমুখ। লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের সমন্বয়কারী পরিচালক ড. মুহাম্মদ আজিউল্যা।
কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব মো: মেসবাহুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। তার কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার একই ভাবে কৃষিতে সর্বাধিক গুরুত্ব দিয়ে কৃষকদের আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদান করছে। যাতে করে কৃষকরা সহজেই এবং স্বল্প ব্যয়ে তাদের উৎপাদিত ফসল ঘরে তুলতে পারে।
এ সময় কৃষি বিভাগের ঊর্দ্ধতন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সদর উপজেলার 9টি ইউনিয়েনের 30টি গ্রুপের সভাপতি, সম্পাদক ও কৃষকসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।