Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st এপ্রিল ২০২১

বরিশালের বিনার ক্যাম্পাসে কৃষক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2021-04-01


বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের উচ্চফলনশীল জাত পরিচিতির ওপর কৃষক কর্মশালা ২৪ মার্চ বরিশালের বিনার উপকেন্দ্রেঅনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আয়োজনে এ উপলক্ষ্যে এক ভার্চুয়ালী আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। তিনি বলেন, দেশের অতিরিক্ত মানুষের খাদ্য নিশ্চিতকরণে অধিক উৎপাদনের কোনো বিকল্প নেই। এ জন্য প্রয়োজন উচ্চফলনশীল জাত নির্বাচন। এরই অংশ হিসেবে বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাত ব্যবহার করে আশানুরূপ ফলন পাওয়া সম্ভব। এসব জাতগুলোর মধ্যে কিছু আছে খরা, বন্যা এবং লবণাক্ত সহ্য করার ক্ষমতা; যা প্রতিকূল পরিবেশেও আবাদযোগ্য। 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (গবেষণা সমন্বয়ক) ড. মো. মঞ্জুরুল ইসলাম। গেস্ট অব অনার ছিলেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ গোলাম মো. ইদ্রিস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা। 


কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিনার সদরদপ্তরের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হাবিবুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহার, বাবুগঞ্জের উপসহকারি কৃষি কর্মকর্তা মো. মজিবুর রহমান, এসএএও আতিকুর রহমান সুমন, কৃষক কৌশিক সরকার, মো. দুলাল জমদ্দার প্রমুখ। কর্মশালায় বরিশাল সদর, উজিরপুর ও বাবুগঞ্জের ৩৫ জন কৃষক অংশগ্রহণ করেন।