কৃষিবিদ মো. হামিদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে ৩০ জুন ২০১৫ যোগদান করেছেন।
তিনি ১৯৫৮ সালের ১৬ জানুয়ারি বর্তমান চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলাধীন হৈবৎপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮১ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে কৃষি বিজ্ঞানে স্নাতক ডিগ্রী লাভ করেন এবং ১৯৮২ সালের ১০ মাচ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে থানা সম্প্রসারণ অফিসার হিসেবে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় কর্মজীবন শুরু করেন।
তিনি চাকুরি জীবনে ১৯৮৫ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত বীজ প্রত্যয়ন এজেন্সীতে ফিল্ড অফিসার হিসেবে এবং ২০০১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত লিয়েনযোগে স্যুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট কোঅপারেশন অর্থপুষ্ট ইন্টারকোঅপারেশন-এর বিভিন্ন প্রকল্পে দায়িত্ব পালন করেন। মহাপরিচালক হিসেবে যোগদানের পূর্বে তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় এডিবি অর্থায়নে পরিচালিত ২য় শস্য বহুমুখীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি কর্ম উপলক্ষে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং মাদাগাস্কার, উগান্ডায় অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন।
তিনি সকলের দোয়া প্রার্থী।