গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি সচিব জনাব শ্যামল কান্তি ঘোষ বলেছেন, কৃষির নব উদ্ভাবিত প্রযুুক্তি অতি দ্রুত গ্রহণ করে মাঠে প্রয়োগ করতে হবে। তিনি আগাম ফসল উৎপাদন করে বাজার ভালো পাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। কৃষি সচিব স্থানীয় ধানের জাত সংরক্ষণের জন্য অল্প হলেও এর চাষাবাদ চালিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন। কৃষি সচিব ২১ আগস্ট বিকেল ৪ টায় রাজবাড়ি সদর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ আয়োজিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন ২য় শস্য বহুমুখীকরণ প্রকল্প (এসসিডিপি)-এর অধীনে নির্মিত রায়পুর “ওএফএমএসআই”পরিদর্শন ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মাননীয় কৃষি সচিব ওই দিন সকাল ১০টায় রাজবাড়ি সদর উপজেলাধীন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, হর্টিকালচার সেন্টার, ভবানিপুরের ড্রাগন চাষি নাসির শহিদের ড্রাগন ফল বাগান পরিদর্শন করেন।