Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ ডিসেম্বর ২০২০

রাঙ্গামাটিতে কৃষি আবহাওয়া তথ্য সেবা বিষয়ক এসএএও প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2020-12-24

        
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলার আয়োজনে এবং কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় ডিএই রাঙ্গামাটি জেলা কার্যালয়ের সভা কক্ষে গত ২২ থেকে ২৪ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত কৃষি আবহাওয়া তথ্য সেবা বিষয়ে ৩ দিনব্যাপী উপ সহকারি কৃষি অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি জেলার উপপরিচালক কৃষিবিদ কৃষ্ণ প্রসাদ মল্লিকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ পবন কুমার চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিস রাঙ্গামাটি অঞ্চলের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ মিস্ত্রী, কৃষিবিদ  মো: ইমতিয়াজ আলম, উপজেলা কৃষি অফিসার, নানিয়ারচর এবং মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার, লংগদু।  
       
উদ্বোধনী পর্বে কৃষিবিদ কৃষ্ণ প্রসাদ মল্লিক বলেন কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে স্থাপিত কৃষি আবহাওয়া পরিমাপক বিভিন্ন আইসিটি যন্ত্রপাতি ব্যবহার করে তৃণমূল পর্যায়ে কৃষকদের আগাম কৃষি আবহাওয়া বার্তা প্রদান করা সম্ভব হচ্ছে। যার ফলে বিরুপ আবহাওয়ায় ফসলহানির হাত থেকে কৃষকরা তাদের ফসল বাঁচাতে পারছে এবং আবহাওয়ার পূর্বাভাষ জেনে সময়মত পদক্ষেপ নিয়ে অধিক ফসল ঘরে তুলতে পারছে। কৃষি আবহাওয়া তথ্য সেবা পদ্ধতি আরো দক্ষতার সাথে তৃণমূল পর্যায়ের কৃষকদের মাঝে পৌছে দেয়ার জন্য এর সংগে সংশ্লিষ্ট সকল সম্প্রসারণ কর্মীদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ পবন কুমার চাকমা বলেন ক্রমবর্ধমান খাদ্য চাহিদা মেটাতে, জলবায়ু পরিবর্তনের বিরুপ পরিস্থিতি মোকাবেলায় কৃষির সামগ্রিক আধুনিকায়নের কোন বিকল্প নেই। এক সময় বাংলার কৃষি ছিল পুরোটাই প্রকৃতি নির্ভর। ঘূর্ণিঝড়, বন্যা, খরা প্রভৃতি প্রাকৃতিক কারনে প্রতিনিয়ত কৃষকের ফসলহানি ঘটতো। বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন বাস্তবমূখী কার্যক্রম পরিচালনার পাশাপাশি কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প বাস্তবায়ন করায় কৃষকরা আগাম আবহাওয়া বার্তা পেয়ে নিরাপদে তাদের ফসল ঘরে তুলতে পারছে। তিনি এ প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে কৃষি আওহাওয়া বিষয়ক ডিসপ্লে বোর্ড, অটোমেটিক রেইন গজ, উপজেলা পর্যায়ে কিওস্ক এবং অঞ্চল পর্যায়ে কমিউনিটি রেডিও স্থাপনের ফলে এ দেশের কৃষিতে নতুন মাত্রা যোগ হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন পর্যায়ের উপ সহকারি কৃষি অফিসারগণ অংশগ্রহন করেন।