Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st এপ্রিল ২০২১

Regional Progress Review Worksop 2020-2021


প্রকাশন তারিখ : 2021-03-28

 

প্রকল্প বাস্তবায়ন ইউনিট (পিআইইউ), NATP-2, ডিএই’র আওতায় ২০২০-২০২১ অর্থ বছরে বাস্তবায়িত NATP-2 কার্যক্রমের আলোকে "Regional Progress Review Worksop 2020-2021" শীর্ষক দিনব্যাপী কর্মশালা ২২ মার্চ ২০২১ তারিখে হর্টিকালচার সেন্টার, খাদিমনগর, সিলেটের প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব আজহারুল ইসলাম সিদ্দিকী, পরিচালক, প্রকল্প বাস্তবায়ন ইউনিট ও কৃষিবিদ জনাব পীযূষ কান্তি সরকার, কনসালটেন্ট, NATP-2, ডিএই, খামারবাড়ি, ঢাকা। পরিচালক মহোদয় NATP প্রকল্পের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। উক্ত কর্মশালায় কুমিল্লা ও সিলেট অঞ্চলের কৃষি মন্ত্রনালয়ের ডিএইসহ বিভিন্ন দপ্তরের ৮৫জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

কর্মশালা উদ্ভোধনী ও কারিগরী এ দু’টি পর্বে অনুষ্ঠিত হয়। কারিগরী পর্বে কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেট জেলার NATP প্রকল্পের আওতায় কার্যক্রম উপস্থাপন করেন। উদ্ভোধনী পর্বে সভাপতিত্ব করেন কৃষিবিদ জনাব দিলীপ কুমার অধিকারী, অতিরিক্ত পরিচালক, ডিএই, সিলেট অঞ্চল, সিলেট এবং কারিগরী পর্বে সভাপতিত্ব করেন কৃষিবিদ জনাব আমিরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, ডিএই, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা।
কারিগরী পর্বে কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেট জেলার NATP প্রকল্পের আওতায় কার্যক্রম উপস্থাপন করেন এবং উন্মোক্ত আলোচনার বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।