Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ নভেম্বর ২০২০

পাবনায় “কৃষি আবহাওয়া তথ্য সেবা” বিষয়ক ০৩ দিনের উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ


প্রকাশন তারিখ : 2020-11-25

 


পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় “কৃষি আবহাওয়া তথ্য সেবা” বিষয়ক ০৩ দিনের প্রশিক্ষণ (২৩-২৫ নভেম্বর/২০২০) উপপরিচালকের কার্যালয় প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়। 


 পাবনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ মো: সামছুল আলম এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো.আব্দুল কাদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশ কৃষি প্রধান দেশ। কৃষিই হচ্ছে কৃষ্টি। কৃষির কৃষ্টি কালচার বলতে শুধু কৃষিকেই বুঝে থাকি আসলে এটা ঠিক নয় কৃষি হচ্ছে ফামিং সিস্টেম। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ুর প্রভাবে কৃষি কাজ প্রায়শ্চই বিড়ম্বনাই পরে থাকি। এ বিড়ম্বনার মাঝে জলবায়ুর প্রতিকুলতার মধ্যে সতর্কতা ও সচেতনায় আমাদের প্রতিযোগীতা করে কৃষিকাজগুলো কে এগিয়ে নিতে হয়। এ জন্য এধরনের প্রশিক্ষণের প্রয়োজন হয়ে থাকে । কাজেই এ ধরনের প্রশিক্ষণের কোন বিকল্প নেই বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি প্রশিক্ষণে প্রশিক্ষনার্থীদের মনোযোগী হয়ে জ্ঞানার্জনের অনুরোধ জানান ।


০৩(তিন) দিন ব্যাপী প্রশিক্ষণের মূল বিষয় ছিল কৃষি আবহাওয়া তথ্য পোর্টাল পরিচিতি,কৃষি আবহাওয়া সম্পর্কিত যন্ত্রপাতি পরিচিতি ও উপযুক্ত ব্যবহার, আবহাওয়া ও জলবায়ুর পূর্বাভাসের ধরণ এবং কৃষিতে এর প্রয়োগ, আবহাওয়া ও জলবায়ুর পূর্বাভাস সম্পর্কিত ব্যবহার, আবহাওয়া/ জলবায়ুর প্রতি গবাদি পশু ও হাঁস-মুরগীর সংবেদনশীলতা, আবহাওয়া/ জলবায়ুর প্রতি মৎস্যের সংবেদনশীলতা, রেইন গেজ, ডিসপ্লে বোর্ড ও কিওস্ক ব্যবহার সর্ম্পকে প্রশিক্ষণ প্রদান করা হয়। 


উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আব্দুল কাদের, একই দপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো. লোকমান হোসেন, অতি: উপ পরিচালক কৃষিবিদ মো: সামছুল আলম, জেলা প্রানি সম্পদ অফিসার ডা. মোঃ আল মামুন হোসেন, জেলা মৎস্য অফিসার মোঃ আঃ রউফ, পাবনা কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কৃষি তথ্য ও যোগাযোগ বিশেষজ্ঞ কৃষিবিদ প্রশান্ত কুমার সরকার, পাবনা ডিএই কৃষি প্রকৌশলী কৃষিবিদ মাসহুরা মল্লিক। 


উক্ত প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার ৩০(ত্রিশ) জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশ গ্রহন করেন। প্রশিক্ষণে রেজিষ্ট্রেশন ও সার্বিক সহযোগিতা করেন মো: আজমত আলী।