Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd মে ২০২০

মুগ এক জনপ্রিয় ডাল ফসল


প্রকাশন তারিখ : 2020-05-20


মুগ এক জনপ্রিয় ডাল ফসল। রয়েছে আমিষের চমৎকার উৎস। খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিতে ভরপুর। বাজারমূল্যও ভালো।তাই এর আবাদ বেশ লাভজনক।২০ মে বরিশালের কৃষি গবেষণা ক্যাম্পাসে মুগডালের ওপর মাঠদিবসে প্রধান অতিথির বক্তৃতায় আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলম এসব কথা বলেন। 

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান, এসও মো. রাজিউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, শর্মিলা দাস সেতু, স্মৃতি হাসনা, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। বারি উদ্ভাবিত ৮ ধরনের মুগডাল সম্পর্কে চাষিদের বিস্তারিত ধারণা দেওয়ার জন্যই এ মাঠদিবসের আয়োজন। অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলার ৮০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।