মুজিববর্ষ উপলক্ষে ২৭ আগষ্ট ২০২০ তারিখে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সমন্বয়ে, পুষ্টি কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলার ২৮ জন দরিদ্র গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের মাঝে ১৭ প্রকারের সবজি বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। বসতবাড়িতে ও মাঠে পরিকল্পিত লাগসই উন্নত প্রযুক্তি ব্যবহার করে সবজি পুষ্টি বাগান প্রতিষ্ঠার মাধ্যমে বছরব্যাপি চলমান রেখে পারিবারিক খাদ্য পুষ্টির চাহিদা মেটানো এবং আয় বৃদ্ধি করার জন্য এই প্রনোদনা প্রদান করা হয়। ২৭ আগষ্ট ২০২০ তারিখ রোজ বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের হল রুমে সবজি বীজ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য জনাব তৌফিক হোসেন খান। এসময় উপজেলা কৃষি অফিসার মহোদয় বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা যে, এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে সেই লক্ষে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। এজন্য আমাদের বাড়ির আশেপাশের জমি আমরা ফেলে না রেখে সেখানে বিভিন্ন ফল ও সবজির চারা রোপন করবো। এতেকরে আমাদের এই জমি থেকে উৎপাদিত ফসলের দ্বারা নিজেদের পুষ্টি চাহিদা মিটিয়েও অর্থ উপার্জন করা সম্ভব হবে। এ সময় অন্যান্ দের মাঝে উপস্থিত ছিলেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুনির্মল তালুকদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজ, সুহেব আহমদ প্রমূখ।