Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ এপ্রিল ২০১৬

প্রকল্প কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা শীর্ষক আঞ্চলিক কর্মশালা ২০১৫-১৬


প্রকাশন তারিখ : 2016-04-14

চাষী পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীঁজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ  প্রকল্প (২য় পর্যায়) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়ে গেল প্রকল্প কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা কর্মশালা। গত ১৩ এপ্রিল, ২০১৬ তারিখে অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট মহোদয়ের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সভাপতির আসন অলংকৃত করেন কৃষিবিদ কৃষ্ণ চন্দ্র হোড়, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট। স্বাগত বক্তব্য উপস্থাপন করেন, কৃষিবিদ মো. ছারওয়ার জাহান, প্রকল্প পরিচালক। স্বাগত বক্তব্যে প্রকল্প পরিচালক বলেন, বিভাগের অন্যতম প্রাচীন প্রকল্পটি এখনও অত্যন্ত গৌরবের সাথে মাঠ পর্যায়ে সম্প্রসারণ হচ্ছে, উপকৃত হচ্ছে কৃষক। কৃষক পর্যায়ে সুস্থ্য, ভালো বীজ উৎপাদনে প্রকল্পটি ব্যাপক অবদান রাখছে। তিনি মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের প্রকল্পের নীতিমালা অনুসরণ করে কাজ করার আহ্বান করেন।

টেকনিকেল সেশনে কৃষিবিদ সুরজিত সাহা, উপ-প্রকল্প পরিচালক, বীজ উৎপাদনের মৌলিক বিষয়াবলী চমৎকারভাবে উপস্থাপন করেন। তাছাড়া প্রকল্পের বর্তমান অগ্রগতি ও ভবিষ্যতে করনীয় বিষয়াদির উপর বিস্তারিত আলোচনা করেন। প্রথমবারের মত দেশে, গম ফসলে নেক ব্লাস্ট সম্পর্কেও আলোকপাত করেন। পরবর্তীতে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার জেলা প্রশিক্ষণ কর্মকর্তাবৃন্দ নিজ নিজ জেলার অত্র প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন।

সভাপতির বক্তব্যে কৃষিবিদ কৃষ্ণ চন্দ্র হোড় প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার পাশাপাশি বিভাগীয় বিভিন্ন কার্যক্রম যথা ব্লক পরিকল্পনা, গ্রাফটিং টমেটো, সেক্স ফেরোমন ট্রেপ, মিশ্র ফল বাগান স্থাপন, কুলের বাডিং, কলম পদ্ধতি, সুগন্ধি ধানের আবাদ, বারোমাসি সজিনা রোপন, এসএএওদের পাক্ষিক প্রশিক্ষণ, এফওয়াইএম গ্রাম তৈরি, এসএএওদের ডায়েরী পর্যবেক্ষণ ও অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ তাগিদ প্রদান করেন।  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশাপাশি বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট, কৃষি তথ্য সার্ভিস, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বীজ প্রত্যয়ন এজেন্সী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জনাব মো: খায়রুল আমীন, উপজেলা কৃষি অফিসার, গোলাপগঞ্জ, সিলেট।