বিনা উদ্ভাবিত বরিশাল অঞ্চলে চাষ উপযোগী রবি ফসলের জাত পরিচিতি ও চাষাবাদ পদ্ধতি শীর্ষক কৃষক প্রশিক্ষণ ১৫ ডিসেম্বর বরিশালের বিনার ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বিনা আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উদ্বোধন করেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। তিনি বলেন, বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাত রয়েছে, যেগুলো অধিক উৎপাদনশীলই নয়। সে সাথে আছে লবণ ও বন্যাসহিষ্ণুর বিশেষ গুণ। এসব জাত ব্যবহারের মাধ্যমে দক্ষিণাঞ্চলকে শস্যভান্ডারে পরিণত করতে হবে।
আয়োজক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. বাবুল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন এবং মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ছাব্বির হোসেন।
বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহেল রানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএই বরিশালের উপপরিচালক মো. তাওফিকুল আলম, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা খলিফা শাহআলম, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, বাবুগঞ্জের উপজেলা কৃষি অফিসার মো. নাসির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে উজিরপুরের উপজেলা কৃষি অফিসার মো. তৌহিদ, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহার, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, বাবুগঞ্জের উপসহকারি কৃষি কর্মকর্তা মো. মজিবর রহমান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন । প্রশিক্ষণে বরিশাল সদর, বাবুগঞ্জ এবং উজিরপুরের ৮০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।