তারিখ: ২১ নভেম্বর ২০২৪
বাংলাদেশকে বিনামূল্যে ৩০০০০ মে.টন পটাশ সার দিচ্ছে রাশিয়া। বন্ধুত্ব ও গভীর আন্তরিকতার নিদর্শন হিসেবে সম্পূর্ণ বিনামূল্যে এ সার দেয়া হবে।
বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরনে কাজ করা রাশিয়ার ইউরালচেম(Uralchem) গ্রুপ এর প্রধান নির্বাহী দিমিত্রি কনিয়েভ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়কে এ বিষয়ে জানানো হয়। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এর আওতায় এ সার বিনামূল্যে সরবরাহ করা হবে।
২০ নভেম্বর ২০২৪(বুধবার) ঢাকায় নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত একেতেরিনা সেমেনোভা পত্রটি কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর নিকট হস্তান্তর করেন।
পত্রের মাধ্যমে জানা যায় পিজেএসসি ইউরালকালি, রাশিয়া(PJSC URALKALI, Russia) বিশ্বের মধ্যে অন্যতম পটাশ সার উৎপাদনকারী। ২০১৩ সাল থেকে পিজেএসসি ইউরালকালি জিটুজি ভিত্তিতে জেএসসি বৈদেশিক অর্থনৈতিক সহযোগিতা(JSC Foreign Economic Cooperation) প্রদিন্ত্রগ ( Prodintrog) এর মাধ্যমে বাংলাদেশে এক মিলিয়ন টনেরও বেশি এমওপি সার সরবরাহ করে।
উল্লেখ্য, ২৯ আগস্ট ২০২৪ কৃষি উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি প্রথম এ কথা জানান।