Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ ডিসেম্বর ২০২০

শীতে বোরো বীজতলা বাঁচাতে ব্যস্ত রংপুরের কৃষকেরা


প্রকাশন তারিখ : 2020-12-30

 

ঘন কুয়াশা ও কনকনে শীতে বীজতলার চারা বাঁচাতে মরিয়া রংপুরের কৃষকেরা। তারা আমন ধান কাটাই-মাড়াই শেষে এখন বোরো বীজতলা তৈরি ও চারা পরিচর্যায় ব্যস্ত। তবে আশঙ্কার কিছু নেই বলে কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়। বর্তমানে মাঠে দেখা যায়, বিকেলের পর কুয়াশা পড়া শুরু হয়। আর রাতে ঘন কুয়াশায় ঢেকে যায়। সকাল থেকে শুরু করে সূর্যের দেখা পাওয়া পর্যন্ত বোরো বীজতলায় কৃষককে পরিচর্যা করতে দেখা যায়। কৃষকেরা বোরো বীজতলা বাঁচাতে চারা পলিথিন দিয়ে ঢেকে রাখছে, আবার কেউ চারার ওপর জমে থাকা শিশির বিভিন্ন জিনিস দিয়ে ভোর বেলায় ফেলে দিচ্ছেন যাতে চারাগুলো ভালো থাকে। 

 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের থেকে চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে ১ লক্ষ্য ৩০ হাজার ১০৩ হেক্টর জমি আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লক্ষ্য ৮১ হাজার ২০২ মে.টন। রংপুর জেলার প্রতিটি উপজেলায় বোরো বীজতলা পরিদর্শন ও কৃষি বিভাগের পাশাপাশি কৃষি তথ্য সার্ভিস, রংপুর মাঠে ঘুরে কৃষকদেরকে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত বীজতলার  চারাগুলো ভালো আছে।