Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ মে ২০২০

যশোর জেলায় আউশ প্রনোদনাসহ অন্যান্য কার্যক্রম


প্রকাশন তারিখ : 2020-05-05

যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি আউশ মৌসুমে বিনামূল্যে নির্বাচিত চাষীদের মাঝে বীজ,সার বিতরন করেছে। আউশ ১ম পর্যায়ে ৩,০০০ জন এবং ২য় পর্যায়ে ২,৫০০ জন, প্রতি জনকে ১ বিঘা করে সর্বমোট ৫,৫০০ জনকে প্রনোদনা প্রদান করা হয়। প্রতিজন চাষীকে ৫ কেজি বীজ,২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে।

এ ছাড়া গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ বৃদ্ধির লক্ষ্যে ৫০ জন চাষীকে ৫ শতক  করে চাষের জন্য প্রতিজন চাষীকে ১৩০ গ্রাম পিঁয়াজ বীজ,১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদানসহ মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়নের জন্য প্রতি ইঞ্চি জমি যাতে খালি না থাকে সেজন্য প্রত্যেকটি উপজেলার চাষীদের মধ্যে বেগুন, টমেটো, শীম, লাউ,গ্রীষ্মকালীন টমেটোর চারা বিনামূল্যে বিতরন করা হয়েছে।