Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ এপ্রিল ২০১৬

অপুষ্টির কারনে দেশে খর্বকায় শিশুর সংখ্যা বাড়ছে


প্রকাশন তারিখ : 2016-04-11

বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী ৩৬ শতাংশ শিশুর তাদের বয়সের তুলনায় খর্বাকৃতির। অপুষ্টির কারণে খর্বকায় শিশুর সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে গর্ভকালীন অবস্থায় নারীরা অপুষ্টিতে ও রক্ত স্বল্পতায় ভুগছে। পরিবারে পুষ্টি নিরাপত্তা না থাকলে সংক্রামক ব্যাধি বাড়বে। জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা (এফএও) ও কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউএসএইড-এর সহযোগিতায় ১০ এপ্রিল ২০১৬ তারিখে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটরিয়ামে দিনব্যাপি অনুষ্ঠিত এক সিম্পোজিয়ামে এসব তথ্য তুলে ধরা হয়। পুষ্টির দিকে নজর দিয়ে কৃষি উৎপাদন অর্থাৎ দানাদার শস্যের পাশাপাশি শাকসবজি, ফল, ডাল, তেল, মাছ ও গবাদিপশু পালনের বিষয়ে গবেষণার তাগিদ দেন। খাদ্য উৎপাদনের নীতিতে পুষ্টিকর খাবার উৎপাদনের দিকে মনোযোগ দেওয়া, পুষ্টিকর ফসলের নতুন জাত উদ্ভাবন করে তা মাঠপর্যায়ে ছড়িয়ে দিতে এবং পুষ্টিকর খাদ্য উৎপাদনে সরকারের সম্প্রসারণ কর্মীদের সঙ্গে বেসরকারি খাতের উদ্যোক্তাদেরও এগিয়ে আসার বিষয়ে বক্তগণ পরামর্শ দেন। সিম্পোজিয়ামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফএওর প্রধান কার্যালয়ের পুষ্টি বিভাগের প্রধান আনা লারটে। পুষ্টি সমস্যার সমাধানে তিনি উল্লেখ করেন, ঘরবাড়ির আশপাশে পরিবারের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর ফসল উৎপাদন, পরিবারের সব সদস্যের মধ্যে সমানভাবে পুষ্টিকর খাবারের যোগান ও  পারিবারিক আয় দিয়ে বেশি খাদ্য কেনার চেয়ে পুষ্টিকর ও মানসম্পন্ন খাদ্য ক্রয়ের আহবান জানান। মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশগ্রহন করেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান; বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিলের সাবেক নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুর রাজ্জাক ও ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (ইফপ্রি) প্রধান নির্বাহী আখতার ইউ আহমেদ। কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য সচিব এ এম বদরুদ্দোজা; কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. মোশারফ হোসেন; এফএও বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন; ইউএসএইড ডিজাস্টার এন্ড হিউম্যানিটারিয়ান এসিসটেন্স-এর পরিচালক মাইকেল সাটিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. আবুল কালাম আযাদ। আয়োজিত সিম্পোজিয়ামে সমাপনী বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা) সৈয়দা আফরোজা বেগম।