Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ অক্টোবর ২০২০

বরগুনার আমতলীতে বারি সোলার পাম্পের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2020-10-11

 

বারি সোলার পাম্পভিত্তিক সোলার হোম সিস্টেমের ওপর মাঠ দিবস ৭ অক্টোবর বরগুনার আমতলীতে অনুষ্ঠিত হয়। গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের মুখ্য  বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আয়ুব হোসেন।

 

তিনি বলেন, বাংলাদেশে প্রতি বছর ৮০ কোটি টাকার ডিজেল সেচ কাজে ব্যয় হয়। এর পুরো অংশই বিদেশ নির্ভর। যদি সোলার পাম্প ব্যবহার করা হয়।তাহলে কোনো চালনা খরচ ছাড়াই ২০ বছর পর্যন্ত সেচের পানি পাওয়া সম্ভব।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারির ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা সামসুল আলম কমার, এসও মো. আতাউর রহমান, সংশ্লিষ্ট উপসহকারি কৃষি কর্মকর্তা মো. বেলাল হোসেন, কৃষক নুরুল ইসলাম, শাহজাহান হাওলাদার, গোলাম রাব্বি প্রমুখ। অনুষ্ঠানে ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।