Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st ডিসেম্বর ২০২০

ভোলায় নিরাপদ পান, সুপারি ও মুগ উৎপাদনের ওপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2020-12-21

 

পান, সুপারি ও মুগ ফসলের পোকামাকড় সনাক্তকরণ ও সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রযুক্তির ওপর দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণ ১১ ডিসেম্বর ভোলা সদরের আলীনগরে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ( বিএআরআই) সরেজমিন গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আককাছ আলী। তিনি বলেন, ভোলায় যথেষ্ট পরিমাণে পান এবং সুপারি উৎপাদন হয়। তাই এসব ফসলের রোগ-পোকা সনাক্ত করে নিরাপদ উপায়ে দমন করতে হবে। তাহলে বাজারে এর চাহিদা বাড়বে।সে সাথে পাওয়া যাবে সর্বোচ্চ মূল্য। ফলে আবাদ হবে সম্প্রসারণ। এর আগে প্রধান অতিথি সূর্যমুখী আবাদের ওপর  এক কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করেন। 

 

বাংলাদেশের দক্ষিণাঞ্চলে চাষকৃত গুরুত্বপূর্ণ ফল, পান, সুপারি ও ডাল ফসলের পোকামাকড় সনাক্তকরণ ও সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন ও বিস্তার কর্মসূচি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএআরআই সরেজমিন গবেষণা বিভাগের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফারুক হোসেন। মূল বিষয়বস্তু উপস্থাপন করেন কর্মসূচি পরিচালক ড. মো. মাহবুবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএআরআই ভোলার সরেজমিন গবেষণা বিভাগের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (অ.দা.) গাজী নাজমুল হাসান।

 

অনুষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাইনুল ইসলাম, এসও রাশিদুল হাসান অনিক ও প্রিয়াংকা চক্রবর্তী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।