বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গোদাগাড়ী জোন রাজশাহীর আয়োজনে গোদাগাড়ী উপজেলা পরিষদ হলরুমে 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গত ১৬/০৭/২০২০ ইং তারিখে সারাদেশে এককোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী - তানোর) আসনের নির্বাচিত মাননীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন গ্রহণ করেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এর উপ- প্রকৌশলী মো: আব্দুল লতিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলার নির্বাহী অফিসার মো: আলমগীর হোসেন।
অনুষ্ঠানের শুরুতে সুধীজনদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন গোদাগাড়ি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এর সহকারী প্রকৌশলী , সৈয়দ জিল্লুল বারী । প্রধান অতিথি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আর সবুজের দেশ। বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষকের সরকার, কৃষিজীবিদের সরকার বলেই কৃষকের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কৃষি চাষ আধুনিকায়নে কৃষি যন্ত্রপাতি এখন ভর্তুকি দিয়ে কৃষক সংগঠনের মাধ্যমে কৃষকের নিকট হস্তান্তর করা হচ্ছে।
তিনি আরো বলেন (বিএমডিএ) কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রদানকৃত চলমান দূর্যোগ মোকাবেলায় আউশ মৌসুমে গোদাগাড়ী উপজেলায় মোট ১৩৯৭৫ হেক্টর জমিতে আউশ চাষ হচ্ছে তার মধ্যে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ৯৫৫০ হেক্টর সেচের আওতায় নিয়েছে। আউশের প্রণোদনা হিসেবে ৪৬,৯৮,০৬২ (ছেচল্লিশ লক্ষ আটানব্বই হাজার বাষট্টি) টাকা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোদাগাড়ী উপজেলায় আউশের প্রণোদনা হিসেবে বিনামূল্যে ২২,২১,০০০(বাইশ লক্ষ একুশ হাজার) সার ও বীজ প্রদান করা হলো । এ দেশকে প্রাকৃতিক দূর্যোগের হাত থেকে রক্ষার জন্য সবাইকে বেশি বেশি করে যে কোন ধরনের ফলজ, বনজ ও ঔষুধী গাছ রোপন করে আলোড়ন সৃষ্টি করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার আহবান জানান এবং তিনি বৃক্ষের চারা বিতরণ করেন। অুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কৃষি তথ্য সার্ভিসের প্রতিনিধিসহ প্রায় ১৫০ জন উপস্থিত ছিলেন ।