Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st ফেব্রুয়ারি ২০২১

কুমিল্লায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের সফর


প্রকাশন তারিখ : 2021-01-31

 

পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন প্রকল্প এর আওতায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), দাউদকান্দি, কুমিল্লা এর সহযোগীতায়, জৈব কৃষি ও জৈবিক বালাই দমন ব্যবস্থাপনা প্রদর্শনীর উপর, কুমিল্লা দাউদকান্দি দৈয়াবাড়ী বøকে, ৩০/০১/২০২১ তারিখে কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। জৈব সার, হলুদ আঠালো ফাঁদ, ফেরোমন ট্রাপ, জৈব বালাইনাশক ও আইপিএম প্রযুক্তি ব্যবহার করে বিষমুক্ত শাক-সবজি উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা কৃষক সমাবেশ ও মাঠ দিবসের উদ্দেশ্য। 
 
মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ, মহাপরিচালক, ডিএই, খামারবাড়ি, ঢাকা। তিনি বলেন- কৃষি বান্ধব সরকারের লক্ষ উদ্দেশ্য হলো- আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে পরিবেশের ক্ষতি না করে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বাস্তবায়নের জন্য অধিক ফসল উৎপাদন করা। সেসাথে দেশের কৃষকরা যেন বানিজ্যিক কৃষি করে আর্থিক সমৃদ্ধি লাভ করতে পারে। তিনি আরো বলেন-মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক দেশের প্রতি ইঞ্চি আবাদযোগ্য জমি চাষের আওতায় এনে সুস্থ্য থাকার জন্য প্রতিদিন ২৫০ গ্রাম সবজি এবং ২০০ গ্রাম ফল খাওয়া নিশ্চিত করতে হবে। এরপর তিনি, ‘‘উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্প’’র আওতায়, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, কুমিল্লা এর হল রুমে একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। মাঠ দিবসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কৃষিবিদ মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী, প্রকল্প পরিচালক, উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্প, ডিএই, খামারবাড়ি, ঢাকা। সভাপতিত্ব করেন- কৃষিবিদ মনোজিত কুমার মল্লিক, অতিরিক্ত পরিচালক,  ডিএই, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা। স্বাগত বক্তব্য রাখেন-কৃষিবিদ মো. সারোয়ার জামান, উপজেলা কৃষি অফিসার, দাউদকান্দি, কুমিল্লা। সঞ্চালনা করেন- মো. সৈয়দ জামান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস, দাউদকান্দি, কুমিল্লা।