“করোনাকালীন খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষিতে করনীয়” শীর্ষক এক সেমিনার গতকাল বৃহস্পতিবার (১১জুন) দিনব্যাপী পাবনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত হয়। কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক অফিস, পাবনার আয়োজনে কৃষি মন্ত্রনালয়ের আওতাধীন জেলা পর্যায়ের সকল কর্মকর্তা, প্রতিষ্ঠিত কৃষক, কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের সদস্যবৃন্দ ও সাংবাদিক প্রতিনিধি সহ চল্লিশজন ব্যাক্তি এ সেমিনারে অংশ গ্রহন করেন।
পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. আজাহার আলীর সভাপতিত্বে সংশ্লিষ্ট বিষয়ের উপর স্বাগত বক্তব্য দেন, পাবনা কৃষি তথ্য সার্ভিসের সহকারী তথ্য কর্মকর্তা (অ.দা.) তুষার কুমার সাহা। করোনাকালীন খাদ্য নিরাপত্তা ও ভবিষ্যতে খাদ্য উৎপাদন বৃদ্ধির দিক নির্দেশনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইক্ষ গবেষনা প্রতিষ্ঠানের পরিচালক (গবেষণা) কৃষিবিদ ড. সমজিৎ কুমার পাল। কৃষি তথ্য বিস্তারে কৃষি তথ্যের ভুমিকা বিষয়ে আলোকপাত করেন, আঞ্চলিক কৃষি তথ্য ও যোগাযোগ বিশেষজ্ঞ কৃষিবিদ প্রশান্ত কুমার সরকার। ই-কৃষির উপর বক্তব্য দেন, রাজশাহী আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ-হিল কাফি।
সমাপনী বক্তবে সভাপতি সেমিনারের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বলেন, কোভিড -১৯ হচ্ছে অদৃশ্য জীবানু। এ অদৃশ্য জীবানুর ভয়াবহতাতেও কৃষি কার্যক্রম থেমে নেই। স্বাস্থ্যবিধি মেনে কৃষি সংশ্লিষ্ট বিভাগের সকল মাঠ পর্যায়ের কর্মকর্তা করোনা যোদ্ধা হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনার উদ্ধৃতি দিয়ে আরো বলেন, করোনা সংকটের কারনে যেন খাদ্যাভাব বা খাদ্যের ঘাটতি না হয় সেই জন্য এক ইঞ্চি জমি ফাঁকা রাখা যাবে না। দেশ ক্ষুধা যুদ্ধে যেন ভূপাতিত না হয় ,সেই লক্ষ্যে কৃষি উৎপাদন নিশ্চিতে কৃষির তথ্য প্রযুক্তি ব্যাবহার বৃদ্ধি করতে হবে এবং নতুন নতুন জাত ও প্রযুক্তি মাঠে কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে সেমিনারে অংশগ্রহণকারীদের অনুরোধ জানান।
উম্মোক্ত আলোচনায় উক্ত সেমিনারে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি গবেষনা সরেজমিন বিভাগ, পাবনার উদ্ধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রবিউল ইসলাম, মৃত্তিকা সম্পদ উন্নয়ন আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. ফারুখ হোসেন, বিএডিসির বীজ বিপননের আঞ্চলিক কার্যালয়ের উপ পরিচালক একেএম গোলাম সরওয়ার, ডাল গবেষনা ইনষ্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাইয়েদুর রহমান, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা পর্যায়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল লতিব ও বঙ্গবন্ধু স্বর্নপদক প্রাপ্ত শাহাজান বাদশা (পেঁপে বাদসা)। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ঈক্ষু গবেষনা, ঈশ্বরদী, দপ্তরের পিএসও ড. জাহাঙ্গীর আলম, পাবনা, কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউট, ঈশ্বরদীর সাবিয়া সুলতানা, বীজ প্রত্যায়ন এজেন্সী, টেবুনিয়ার জাকিরুল ইসলাম ,জেলার বঙ্গবন্ধু স্বর্নপদক প্রাপ্ত কৃষক প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন প্রাক্তন সহকারী তথ্য অফিসার, এটিএম ফজলুর করিম।