Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ ফেব্রুয়ারি ২০২১

কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লার কার্যক্রম গতিশীলকরণ শীর্ষক সেমিনার


প্রকাশন তারিখ : 2021-02-03

 

তথ্য হলো একটি শক্তিশালী মাধ্যম। এ মাধ্যমকে কাজে লাগিয়ে কৃষি ক্ষেত্রে পুরো বিশ^ এগিয়ে যাচ্ছে। সে সাথে পাল্লা দিয়ে আমাদের বাংলাদেশ আসানুরূপ সমৃদ্ধি লাভ করেছে। কৃষি কার্যক্রমের নানা তথ্য প্রযুক্তি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কৃষি তথ্য সার্ভিস যুগ যুগ ধরে প্রচার করে আসছে। কৃষি কার্যক্রমের অগ্রগতি ও সাফল্য গাঁথা নিয়ে কুমিল্লা অঞ্চলের সকল কৃষি বিশেষজ্ঞ ও কৃষি বিজ্ঞানীগণকে নিয়ে, কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা এর আয়োজনে ২৭/০১/২০২১ তারিখে, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই),এর  হল রুমে ‘‘কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লার কার্যক্রম গতিশীলকরণ শীর্ষক সেমিনার’’ অনুষ্ঠিত হয়। 
 
 
সেমিনারে সভাপতির বক্তব্য রাখেন-কৃষিবিদ মনোজিত কুমার মল্লিক, অতিরিক্ত পরিচালক, ডিএই, কুমিল্লা অঞ্চল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন- রাখেন-কৃষিবিদ মো. মুশিউল ইসলাম, আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা। অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিলেন- কৃষিবিদ মো. জালাল উদ্দিন, উপপরিচালক, ডিএই, চাঁদপুর; কৃষিবিদ  মো. আবুল কালাম আজাদ ভ‚ইয়া, উপপরিচালক, অতিরিক্ত পরিচালককের কার্যালয়, কুমিল্লা অঞ্চল; কৃষিবিদ মো. আমজাদ হোসেন, উপপরিচালক, হর্টিকালচার সেন্টার, কুমিল্লা; কৃষিবিদ ড. মো. আমিনুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা এবং উপজেলা কৃষি অফিসারগণ।  আলোচক হিসেবে বক্তব্য রাখেন-কৃষিবিদ মো. রবিউল হক মজুমদার, উপপরিচালক, ডিএই,  ব্রাহ্মণবাড়িয়া; কৃষিবিদ মো. তারিক মাহামুদুল ইসলাম, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা, কুমিল্লা। রেপোটিয়ার হিসেবে ভ‚মিকা রাখেন- কৃষিবিদ মো. এহতেসাম রাসুলে হায়দার, এডিডি, (ক্রপস), কুমিল্লা ও কৃষিবিদ মো. সিরাজ উদ্দিন হোসেন তুহিন, এডিডি (পিপি), কুমিল্লা। সেমিনারের মাধ্যমে কৃষি কথার গ্রাহক কৃষি সংক্রান্ত কৌশল এবং বেতার কথিকার মানুন্নয়ন বিষয়ে বক্তারা আলোকপাত করেন। এছাড়া ডকুমেনআরী তৈরী ও নিউজ কাভারেজের বিষযয়ে উপস্থাপনের কৌশল নিয়ে আলোচনা করেন।