বরিশালের এটিআই ক্যাম্পাসে ১৫ জুলাই আউশের নমুনা শস্যকর্তন অনুষ্ঠিত হয়। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই)অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন। তিনি বলেন, এক ইঞ্চি জমিও ফাঁকা রাখা যাবে না।মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এবার বরিশাল অঞ্চলে ব্যাপক জমিতে আউশের আবাদ হয়েছে।যা গতবারের তুলনায় প্রায় ৬১ হাজার ৭১ হেক্টর বেশি। দক্ষিণাঞ্চলে বর্তমানে শস্যের নিবিড়তা শতকরা ২১৮ ভাগ। এর পরিমাণ ৩ শ’তে উন্নীত করতে হবে। তাহলেই সরকারের স্বপ্ন পূরণে আমরাও ভূমিকা রাখতে পারবো।
আয়োজক প্রতিষ্ঠানের অধ্যক্ষ গোলাম মো. ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলম।
এটিআইর প্রশিক্ষক অলি হালদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএই বরিশালের উপপরিচালক মো. তাওফিকুল আলম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি)যুগ্ম পরিচালক ড. মো. মিজানুর রহমান এবং এটিআইর মুখ্য প্রশিক্ষক মো. নজরুল ইসলাম প্রমুখ।