Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ ফেব্রুয়ারি ২০২১

বরশিালে পান-সুপারি ও ডাল ফসলরে পোকা দমনরে ওপর কৃষক প্রশক্ষিণ অনুষ্ঠতি


প্রকাশন তারিখ : 2021-02-01



নরিাপদ পান, সুপারি ও ডাল ফসলরে পোকামাকড় দমনরে ওপর দনিব্যাপী কৃষক প্রশক্ষিণ ২৫ জানুয়ারি বরশিালরে আঞ্চলকি কৃষি গবষেণা কন্দ্রেরে হলরুমে অনুষ্ঠতি হয়। বাংলাদশেরে দক্ষণিাঞ্চলে চাষকৃত গুরুত্বর্পূণ ফল, পান, সুপারি ও ডাল ফসলরে পোকামাকড় সনাক্তকরণ ও সমন্বতি বালাই ব্যবস্থাপনার মাধ্যমে নরিাপদ ফসল উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন ও বস্তিার র্কমসূচি আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতথিি ছলিনে ডাল গবষেণা কন্দ্রেরে পরচিালক ড. দবোশীষ সরকার। তনিি বলনে, বাররি বজ্ঞিানীদরে উদ্ভাবতি জবৈ বালাইনাশক প্রযুক্তি কৃষি সম্প্রসারণ অধদিপ্তররে মাধ্যমে দক্ষণিাঞ্চলরে কৃষকরে কাছে পৌঁছাতে হবে । আর তা বাস্তবায়ন হলে সরকাররে চাহদিা অনুযায়ী নরিাপদ ফসল উৎপাদন সম্ভব । ফলে সুবধিভোগী কৃষকগণ উপকৃত হবনে।

 

আঞ্চলকি কৃষি গবষেণা কন্দ্রেরে (আরএআরএস) মুখ্য বজ্ঞৈানকি র্কমর্কতা  মো. রফি উদ্দনিরে সভাপতত্বিে অনুষ্ঠানে  বশিষে অতথিি ছলিনে জয়দবেপুররে ডাল গবষেণা উপকন্দ্রেরে মুখ্য বজ্ঞৈানকি র্কমর্কতা  ড. মো. ওমর আলী এবং ভাসমান কৃষি প্রকল্পরে পরচািলক ড. মো. মোস্তাফজুির রহমান তালুকদার। 


বজ্ঞৈানকি র্কমর্কতা  মো. রাশদেুল ইসলামরে সঞ্চালনায় অন্যান্যরে মধ্যে বক্তব্য রাখনে আরএআরএ’র  প্রধান বজ্ঞৈানকি র্কমর্কতা  ড. মো. গোলাম কবিরয়িা, পএিসও ড. মো.  আলমিুর রহমান, কৃষক মো. ফারুক হাওলাদার, শ্যামল ব্যার্নাজী প্রমুখ। প্রশক্ষিণে বস্তিারতি আলোচনা করনে আয়োজক প্রতষ্ঠিানরে র্কমসূচি পরচিালক ড. মো. মাহবুবুর রহমান।


পরে প্রধান অতথিি কৃষক ও র্কমর্কতাদরে নয়িে আঞ্চলকি কৃষি গবষেণা কন্দ্রেরে নরিাপদ পান উৎপাদনরে গবষেণামাঠ পরর্দিশন করনে। গবষেণা র্কাযক্রম দখেে  তনিি সন্তোষ প্রকাশ করনে। কৃষক মো. ফারুক হাওলাদার জানান, তনিি পানবরজে জবৈ বালাইনাশক ব্যবহার করে বশে উপকার পয়েছেনে। তার দেখাদেখি এলাকার অনকে চাষি বষিাক্ত রাসায়নকি কীটনাশকরে পরর্বিতে এ ধরনরে নরিাপদ জবৈ বালাইনাশক প্রয়োগে উৎসাহতি হচ্ছনে। প্রশক্ষিণে বরশিাল ও ঝালকাঠি জলোর ৩০ জন পানচাষি অংশগ্রহণ করনে।