পরিচালক,কৃষি তথ্য সার্ভিস,খামারবাড়ি,ঢাকা কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী বলেছেন,দেশের আর্থসামাজিক ও কৃষি উন্নয়নে তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষি প্রধান বাংলাদেশে কৃষির আধুনিকায়ন ও উন্নয়নে তথ্য আদান প্রদান করে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র চাষি সাধারনের দ্বোরগোড়ায় কৃষি প্রযুক্তি পৌঁছে দিচ্ছে। সময়োপযোগী ও স্থানীয় কৃষিকে আরো উন্নত করতে এআইসিসির কার্যক্রমকে জোরালো করার লক্ষ্যে কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন প্রকল্পের মাধ্যমে চাষি প্রশিক্ষণ, আইসিটি যন্ত্রপাতি মেরামতসহ ৭৫টি এআইসিসিকে স্মার্ট ফোন বিতরন করছে। পরিচালক মহোদয় আরও বলেন,কৃষি তথ্য সার্ভিস দেশের যেকোন দূর্যোগকালীন কৃষিতে করনীয়, স্বাথ্যবিধি মেনে কৃষি কার্যক্রম অব্যহত,কৃষির আধুনিক প্রযুক্তি বিস্তারে বিভিন্ন প্রকাশনা প্রকাশ / গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা নিচ্ছে। গত ১১ সেপ্টেম্বর ২০২০ বেলা ১১ টায় ঝিনাইদহ সদর উপজেলার নৃসিংহপুর এআইসিসি পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
উপপরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,ঝিনাইদহ কৃষিবিদ কৃপাংশু শেখর বিশ্বাস এর সভাপতিত্বে অনূষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ ড.খাঁন মোঃ মনিরুজ্জামান, অতিঃউপপরিচালক(পিপি) কৃষিবিদ বিজয় কৃষ্ণ হালদার, ইউনিয়ন পরিয়দ চেয়ারম্যান মোঃখুর্শিদ আলম,উপজেলা কৃষি অফিসার,ঝিনাইদহ সদর কৃষিবিদ মোঃ জাহিদুল করিম।
স্বাগত বক্তব্য ও সভা সঞ্চালনা করেন আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস,খুলনা শেখ ফজলুল হক মনি। বক্তব্য রাখেন,এআইসিসির সদস্য মোঃ তৌহিদুল ইসলাম ও সম্পাদক মোঃ আব্দুল হাই এবং বিশেষ অতিথিবৃন্দ।
সভা শেষে পরিচালক মহোদয় এআইসিসির মালামাল ও কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।