Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ এপ্রিল ২০১৬

রাঙ্গামাটিতে স্ট্রবেরি চাষ প্রকল্পের মাঠ দিবস


প্রকাশন তারিখ : 2016-04-03

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগীতায় রাঙ্গামাটি পার্বত্য জেলায় স্ট্রবেরি চাষ সম্প্রসারণ পাইলট প্রকল্পে আওতায় ০৩/০৪/২০১৬ ইং রোজরবিবার রাঙ্গামাটি সদর উপজেলার শুকুরছড়ি ব্লকের কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট এলাকায় মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক রমনী কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ বিভাগ ও হর্টিকালচার সেন্টারের দায়িত্বপ্রাপ্ত (কৃষি কমিটির আহবায়ক)  রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পবন কুমার চাকমা, অতিরিক্ত উপ-পরিচালক(শস্য) তপন কুমার পাল, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার প্রসেনজিৎ মিস্ত্রী, সাপছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিমুল বিকাশ চাকমা উপস্থিত ছিলেন ও সভায় বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন শুকুরছড়ি ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা শান্তিময় চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন এসএপিপিও রাঙ্গামাটি সদর মুকুল কান্তি দেওয়ান ও কৃষি তথ্য কেন্দ্র সংগঠক মো. জসিম উদ্দীন।আলোচনা সভায় বক্তারা বলেন, পাহাড়ে দেশি ফলের পাশাপাশি বিদেশী ফলেরও উৎপাদন ভাল হচ্ছে। এবং এসব ফলের চাহিদাও বেশী। তাই কৃষি অধিদপ্তর হতে কৃষকদের দেশী ফলের ন্যায় বিদেশী ফলও চাষ করতে আগ্রহী করাতে হবে। বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। বর্তমান সরকার কৃষির উন্নয়নে কৃষি ঋন, স্বল্প মুল্যে সার প্রদান, বিনামূল্যে চারা বিতরণ সহ বিভিন্ন ধরনের সহযোগীতা প্রদান করে আসছে। সরকারের এসব সুবিধাগুলোকে কাজে লাগিয়ে কৃষকদের স্বাবলম্বী হতে হবে। সভাশুরুর পূর্বেই আগত অতিথিরা শুকরছড়ি ব্লকের স্ট্রবেরী চাষের বিভিন্ন প্লট সরেজমিনে ঘুরে দেখেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী ও কৃষক-কৃষানী সহ প্রায় ১১০  জন উপস্থিত ছিলেন।