তারিখ: ১৭ অক্টোবর ২০২৪
কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, পাটের ব্যবহার বাড়াতে হবে। এ বিষয়ে গবেষণা কার্যক্রম বাড়ানো দরকার। কৃষিবসচিব আজ রাজধানীর পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)’র মানিক মিয়া এভিনিউস্থ প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে বিজেআরআই কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি হস্তান্তর ও বার্ষিক কৃষি গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০২৪ এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
কৃষি সচিব বলেন, পাটের আশেঁর মানকে কিভাবে উন্নত করা যায় এবং কিভাবে বহুমূখী পাট পণ্য তৈরি করে পাটের ব্যবহার বৃদ্ধি করা যায় সেদিকে জোর দিয়ে গবেষণা করতে হবে।
সচিব উদ্যোক্তাদের সমর্থনে পাটকে কৃষি পণ্যের পাশাপাশি টেক্সটাইল শিল্পে রূপান্তরসহ বিভিন্ন পরিকল্পনা বাড়ানোর উপর তাগিদ দেন। সচিব পাটের আশেঁর মানকে কিভাবে উন্নত করা যায় এবং বহুমূখী পাট পণ্যের প্রসার ঘটানোর জন্য কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। সচিব আগামী ২০ বছরে পাটের গবেষণা কার্যক্রমের কর্মপরিকল্পনার একটি রোডম্যাপ তৈরি করারও তাগিদ দেন।
বিজেআরআই’র মহাপরিচালক ড. নার্গীস আক্তারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির চেয়ারম্যান মোঃ রুহুল আমিন খান, (গ্রেড-১), কৃষি মন্ত্রণলায়ের অতিরিক্ত সচিব আফসারী খানম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. নাজমুন নাহার করিম।