কৃষি তথ্য সার্ভিস এর উদ্যোগে কৃষি তথ্য সার্ভিস, সিলেট অঞ্চল, সিলেট এর আয়োজনে ১৩ জুন ২০২০ অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের হলরুমে ‘বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে কৃষিতে করণীয়: সমস্যা ও প্রতিকার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব ড. আলহাজ উদ্দিন আহমেদ, পরিচালক, সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। প্রধান অতিথি মহোদয় বলেন বর্তমানে করোনা পরিস্থিতির মধ্যে ও আমাদের মাঠে গিয়ে কাজ করতে হবে অন্যথায় কৃষি কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে না।
প্রধান মন্ত্রীর ৩১টি নির্দেশনার মধ্যে প্রতি ইঞ্চি জায়গা ডাতে ফাঁকা না থাকে সেটা যেন চাষের আওতায় আনা হয় সেজন্য প্রতি ইউনিয়নে ১০০টি করে পারিবারিক সবজি বাগান করতে হবে, সেটা মাঠ পর্যায়ে নিয়মিত মনিটরিং করতে হবে। আউশ রোপন প্রায়ই আমাদের শেষের দিকে এখন আমাদের লক্ষ্য থাকবে পোকামাকড় ও রোগবালাই দমন করে আমন মৌসুমে আমাদের আদর্শ বীজতলা করতে হবে এছাড়া তিনি আরও বলেন সমকালীন চাষাবাদের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে, ট্রেতে চারা উৎপাদন করতে হবে। রাইস প্ল্যান্ট এর মাধমে চারা রোপনের ব্যবস্থা করতে হবে একই সময়ে একই মাঠে একই জাতের ধান রোপন করতে পারলে আমরা কম্বাইন হারবেস্টর এর মাধ্যমে ধান কর্তন করতে পারবো। কৃষিতে যান্ত্রীকিকরণে ব্যবহার নিশ্চিত করতে হবে। করোনাকালীন সময়ে আমাদের নিজ কর্মস্থলে উপস্থিত থেকে সম্পৃক্ত কর্মকান্ড এগিয়ে নিয়ে যেতে হবে। করোনাকালীন সময়ে কৃষককে ৪% সুদে ঋন এর ব্যবস্থা করে দিতে হবে। মহাপরিচালক স্যার বলেছেন করোনাকালীন সময়ে কৃষিকে চাঙ্গা রাখাই আমাদের মূল চ্যালেন্স। এই জন্য আমাদের সরকারি স্বাস্থ্য বিধি মেনে আমাদের কাজ করে যেতে হবে। কৃষি বিভাগ করোনাকালীন সময়ে নিরলস ভাবে কাজ করায় মাননীয় কৃষিমন্ত্রী আমাদেরকে ফ্রন্ট লাইন যোদ্ধা হিসেবে ঘোষনা দেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- কৃষিবিদ জনাব মজুমদার মো: ইলিয়াস, উপপরিচালক, অতিরিক্ত পরিচালকের কার্যালয়, সিলেট। তিনি বর্তমান করোনাকালীন সময়ে সিলেট অঞ্চলের কৃষির সমসাময়িক অবস্থা এবং মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা উপস্থাপনা করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব দিলীপ কুমার অধিকারী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, এটিআই, খাদিমনগর সিলেট। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব শ্রীনিবাস দেবনাথ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট। উক্ত সেমিনারে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের সরকারী ও বেসরকারী কর্মকতাবৃন্দ ও সম্মানিত কৃষক উপস্থিত ছিলেন।