Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ জানুয়ারি ২০১৬

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এ দেশের উন্নয়নকে ত্বরাণ্বিত করছে-পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, এমপি


প্রকাশন তারিখ : 2016-01-14

বর্তমান সরকার বাংলাদেশ সংবিধান অনুযায়ী পাঁচটি মৌলিক চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ এগ্রিয়ে যাচ্ছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এ দেশের উন্নয়নকে ত্বরাণি¦ত করছে। খাদ্য ঘাটতির দেশ হলে প্রতি বছর উন্নয়ন বাজেটের একটি বিরাট অংশ খাদ্য আমদানি বাবদ খরচ করতে হতো, শিল্প-বাণিজ্যে বিনিয়োগ করা সম্ভব হতো না। বিশাল জনগোষ্ঠির এ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ছাড়া অন্য যেকোন উন্নয়নই বাঁধাগ্রস্থ হতো। দিনাজপুর জেলার খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইনফো-সরকার প্রকল্পের অর্থায়নে কৃষি তথ্য সার্ভিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে যুগীরঘোপা সিআইজি কৃষক সমবায় সমিতি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এআইসিসি) হিসেবে পরিচালনার জন্য আইসিটি উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে ১৩ জানুয়ারি ২০১৫ তারিখ বুধবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, এমপি এসব কথা বলেন।

তিনি বলেন কৃষিতে বাংলাদেশের উন্নয়ন ঈর্ষণীয়। কৃষি উন্নয়নের এ স্বপ্নের স্মৃতিসৌধ এঁকে দিয়েছিলেন বঙ্গবন্ধু। তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদের তিন বছরের মাথায় দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেন। স্বীকৃতিসরূপ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রধানমন্ত্রীকে সেরেস পুরষ্কারে ভূষিত করে। মাননীয় প্রধানমন্ত্রী এ পুরষ্কার কৃষকদের উৎসর্গ করেন বলে তিনি উল্লেখ করেন। কৃষি সার্বিক অগ্রগতির জন্য কৃষি-কৃষক-কৃষি বিজ্ঞানী-সম্প্রসারণবিদসহ সর্বোপরি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সুযোগ্য নেতৃত্বের প্রসংশা করেন। তিনি আরও বলেন আমরা শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণই না বরং খাদ্য রপ্তানিকারক দেশে পরিণত হয়েছি। পররাষ্ট্র মন্ত্রণালয় আলু রপ্তানি বিষয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বলে উল্লেখ করেন। বিশ্বের মানদন্ডে কৃষিতে আরো বেশি বেশি উৎকর্ষ সাধনের জন্য তিনি নতুন নতুন প্রযুক্তির ব্যবহারসহ তথ্য-প্রযুক্তি ব্যবহারে উপর গুরুত্বারোপ করেন।

কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রে আইসিটি উপকরণ হস্তান্তর অনুষ্ঠানের আলোচনা পর্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর জেলার উপপরিচালক কৃষিবিদ মো. গোলাম মোস্তফা-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. জুলফিকার হায়দর, কৃষি তথ্য সার্ভিসের রংপুর অঞ্চলের আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ মো. আবু সায়েম, খানসামা উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেবুর রহমান। আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ মো. আবু সায়েম এআইসিসি গঠনের উদ্দেশ্য, কাজের ধরণ ও সেবাসমূহ সম্পর্কে অবহিত করেন। বিশেষ অতিথি অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. জুলফিকার হায়দর এআইসিসি হতে প্রদত্ত ই-কৃষি সেবা এলাকার সকল কৃষকের মাঝে নিশ্চিত করার আহ্বান জানান।

আলোচনা অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি যুগীরঘোপা কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রে ই-কৃষি সেবা প্রদানের জন্য ১০ আইটেমের আইসিটি উপকরণ হস্তান্তর করেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. এজামুল হক, যুগীরঘোপা সিআইজি কৃষক সমবায় সমিতি লিমিটেডের কোষাধ্যক্ষ মো. লায়ন আলী, ৪নং খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মো. খালেকুজ্জামান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. কামরুল হাসান সোহাগ।