Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ August ২০১৫

Pest Risk Analysis on Mango and Potato শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2015-08-05

ডেভেলপমেন্ট টেকনিক্যাল কনসালন্টেশন প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশ ফাইটোসেনেটারি ক্যাপাসিটি শক্তিশালীকরণ প্রকল্প, ডিএই কর্তৃক খামারবাড়ির আ.কা.মু গিয়াস উদ্দিন মিলকী অডিটোরিয়ামে গত ৬ আগস্ট Pest Risk Analysis on Mango and Potato শীর্ষক দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। জনাব মো. হামিদুর রহমান, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব জনাব শ্যামল কান্তি ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আনোয়ার ফারুক, অতিরিক্ত সচিব ও মহাপরিচালক, বীজ উইং, কৃষি মন্ত্রণালয় এবং জনাব মো. মোশারফ হোসেন, অতিরিক্ত সচিব (সম্প্রসারণ), কৃষি মন্ত্রণালয়। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল কালাম আযাদ, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।
প্রধান অতিথি কৃষি সচিব জনাব শ্যামল কান্তি ঘোষ বলেন, বর্তমান সরকারের সঠিক ব্যবস্থাপনায় কৃষির অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, যার ফলে আজ দেশের চাহিদা মিটিয়ে আমরা দেশের বাইরে ধান, আলু, আম ও লেবুসহ বিভিন্ন কৃষি পণ্য রপ্তানি করতে পারছি। এ ক্ষেত্রে যত দ্রুত সম্ভব আমাদের রপ্তানি পণ্যগুলোর পেস্ট রিস্ক এনালাইসিস (পিআরএ) তৈরি করতে হবে। এ ছাড়াও কোয়ারেন্টাইনের সক্ষমতা বৃদ্ধি এবং রোগ পোকামাকড় পরীক্ষার জন্য আধুনিক ল্যাব তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সভাপতি মো. হামিদুর রহমান বলেন, বর্তমানে আমরা খোরপোষ কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে প্রবেশ করেছি। তিনি বলেন, বিশ্বায়নের এ যুগে আমাদের টিকিয়ে থাকতে হলে গুণগত মানসম্পন্ন ফসল উৎপাদন করতে হবে এবং রোগ পোকামাকড় থেকে ফসলকে রক্ষা ও বহির্বিশ্বে রপ্তানি প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য উদ্ভিদ কোয়ারেন্টাইনকে শক্তিশালীকরণ করতে হবে।
আয়োজিত এ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন জনাব সাদেক ইবনে শামছ, প্রকল্প পরিচালক,  বাংলাদেশ ফাইটোসেনেটারি ক্যাপাসিটি শক্তিশালীকরণ প্রকল্প। উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্য আমদানি-রপ্তানিতে পিআরএ কার্যক্রমের গুরুত্ব উপস্থাপন করেন জনাব মো. আহসান উল্যাহ, কনসালট্যান্ট-পিআরএ, বাংলাদেশ ফাইটোসেনেটারি ক্যাপাসিটি শক্তিশালীকরণ প্রকল্প এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের ফাইটোসেনেটারি শক্তিশালীকরণের ভূমিকা উপস্থাপন করেন জনাব মো. আইয়ুব হোসেন, কনসালট্যান্ট, বাংলাদেশ ফাইটোসেনেটারি ক্যাপাসিটি শক্তিশালীকরণ প্রকল্প। পরে
Pest Risk Analysis (PRA) on Mango and Potato বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন টিম লিডার অধ্যাপক রজব আলী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। কর্মশালার কারিগরি সেশনে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের পরিচালক কৃষিবিদ ছবি হরি দাস।
কর্মশালায় কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ কৃষি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভিদ রোগতত্ত্ব ও কীটতত্ত্ববিদগণ, আমদানি ও রপ্তানি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।